জ্বর বহুল প্রচলিত একটি রোগ। জ্বর হলে চিকিৎসকের কাছে যেতে হবে। তবে সেটি কখন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দীন।
বর্তমানে তিনি বারডেমের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জ্বর হলে কত দিন পর্যন্ত অপেক্ষা করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : রোগী যদি খুব টক্সিক না হয়, তাহলে তাড়াহুড়া করতে নেই। আবার গর্ভবতী, শিশু বা অন্য কোনো অসুখ রয়েছে এমন রোগীর ক্ষেত্রে দ্রুত নিতে হবে। সাধারণত চার দিন পর চিকিৎসকের কাছে নিতে হবে। চার দিন হলে বোঝা যায় ভাইরাল ফিবার, নাকি অন্য কিছু। প্রথম পরীক্ষা টিসিডিসি, হিমোগ্লোবিন ইএসআর করি। লিভারের পরীক্ষা করতে হবে। আরেকটি হলো ব্লাড কালচার। আর যদি প্রস্রাবে সমস্যা হয়, ইউরিন কালচার করতে হবে। এগুলোর বেশি সাধারণত পরীক্ষা করা ঠিক না।
ডেঙ্গু জ্বর ছয় দিনের বেশি থাকে না। অনেক রকম র্যাশ ডেঙ্গুতে রয়েছে। যেটি টিপিক্যাল র্যাশ সেটি ছয় দিনের আগে সারে না। আবার চিকুনগুনিয়ার র্যাশ কিন্তু আগেই ওঠে। র্যাশ চুলকায় বেশি। চিকুনগুনিয়া আর ডেঙ্গুর র্যাশ আলাদা। দেখলেই বোঝা যায়।
আউটসোর্সিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনার সাথে থাকছে.. গুরুত্বপূর্ণ সফট্ওয়্যার, অনলাইন জগতের বিশেষ খবর, অতিপ্রয়োজনীয় টিপস & ট্রিকস- সহ আরও কিছু আপডেট তথ্য, যা আপনার অনলাইন জীবনকে সমৃদ্ধশালী করতে সহায়ক হবে- উন্মুক্ত ‘সংগ্রহশালা’
জ্বর হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment