একা জবাই করা মুরগি খাওয়া কি জায়েজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৫৮তম পর্বে একা জবাই করা হালাল কি না, সে সম্পর্কে ঢাকার লালবাগ থেকে চিঠিতে জানতে চেয়েছেন জাহিদ হাসান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমরা যখন বাজার থেকে কোনো মুরগি ক্রয় করি, তখন বিক্রেতা অনেক সময় নিজে একা জবাই করেন। এই মুরগি খাওয়া কি হালাল হবে নাকি হারাম?
উত্তর : খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বিক্রেতা একা জবাই করলে নিষেধ নেই। একা জবাই করা জায়েজ। কিন্তু জবাই করার সময় তিনি আল্লাহর নামে জবাই করছেন কি না, সেটা নিশ্চিত হতে হবে। আল্লাহর নামে জবাই হলে আপনি খেতে পারেন। সেটা একা জবাই করলেও কোনো অসুবিধা নেই। জবাই করার জন্য দুজন বা তিনজন থাকা লাগবে, এমনটা শর্ত নয়।

No comments:

Post a Comment