আকিকার জন্য কি অনুষ্ঠান করতেই হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৩ পর্বে সপ্তম দিন আকিকার অনুষ্ঠান ছাড়া সন্তানের নাম রাখা যাবে কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আবদুল হালিম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সন্তান হলে তো সপ্তম দিনে আকিকা দিয়ে অনুষ্ঠান করে নাম রাখতে হয়। আমি যদি সাত দিনের দিন নাম রাখতে না পারি, আমার যদি তওফিক না থাকে, তাহলে নামটি কি অনুষ্ঠানের মাধ্যমেই রাখতে হবে নাকি অনুষ্ঠান ছাড়াই নাম রাখা যাবে?
উত্তর : নাম সপ্তম দিনেই রেখে দেবেন। রাসুলের (সা.) হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। আপনি আপনার সন্তানের নাম সপ্তম দিনেই রেখে দেবেন। নাম রাখার জন্য অনুষ্ঠান করা শর্ত নয়, অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। শুধু নাম ঘোষণা করে দিলেই নাম রাখা হয়ে যাবে।
না জানার কারণে যদি সপ্তম দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে যেকোনো দিন নাম রেখে দিলেই হবে।

No comments:

Post a Comment