অনুকরণীয় উদ্যোগঃ
রাজধানী ঢাকা শহর ফাঁকা হলেও লোক বেড়েছে জেলায় জেলায়। এরই প্রভাব পড়েছে জেলা উপজেলার নামিদামি বিপণিবিতানগুলো থেকে শুরু করে গ্রামগঞ্জের হাটবাজারে। এ কারণে রাস্তায় বের হলেই যানজটের ভোগান্তি থেকে রেহাই মিলছে না কোথাও। সেই যানজট নিরসনে এবার রাস্তায় নেমেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে সেখানকার ছাত্রলীগ নেতাদের। আর এমন স্বেচ্ছাশ্রমকে সাধুবাদ জানিয়েছে সচেতন সমাজসহ সাধারণ মানুষও। তারা ছাত্রলীগের এই কাজটিকে সবার জন্য শিক্ষণীয় এবং আগামী দিনগুলোতে সারা দেশে ভালো কাজে অংশগ্রহণ করে, সেই প্রত্যাশার কথা বলেন।
নাগেশ্বরীর বাসস্ট্যান্ড, বিএসসি মোড়, রায়গঞ্জ তেপোতিমোড়, ব্যাপরীরহাট মোড়সহ বেশ কয়েকটি স্পটে ঈদ উপলক্ষে যে যানজট সৃষ্টি হয়েছে, তা নিরসনে রাস্তায় দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন-উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি রনি মোল্লা, সাধারণ সম্পাদক মামুন ও পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডিফেন্স, কলেজ শাখার আহ্বায়ক আশরাফুলসহ বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী।
No comments:
Post a Comment