জঙ্গিবাদ ও সন্ত্রাসবা‌দের তথ্য জানা‌তে 'Hello CT' ও 'Report to RAB'

সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরাসরি জানাতে দুটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

জঙ্গি ও উগ্রবাদ, বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধের তথ্য জানাতে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততা বাড়াতে Hello CT নামে মোবাইল অ্যাপস' চালু করলো ঢাকা মহানগর পু‌লিশ। জঙ্গিবাদ, উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা, বিস্ফোরক, অস্ত্র, মাদক, আন্তদেশীয় অপরাধ, জালিয়াতি ও মোস্ট ওয়ান্টেড—‘হ্যালো সিটি’ অ্যাপের মাধ্যমে এই বিভাগগুলোতে পুলিশের সিটিটিসিকে অপরাধের তথ্য দেওয়া যাবে। এই অ্যাপে তথ্য জানানোর পাশাপাশি ছবি, অডিও ও ভিডিও ফাইল দেওয়া যাবে।

এছাড়া ‘রিপোর্ট টু র্যাব’ নামে র্যাবের অ্যাপে তথ্য জানানোর পাশাপাশি ছবি বা ভিডিও দিয়েও সহায়তা করা যাবে। তথ্য জানানোর সময় অপরাধের ধরন, ঘটনাস্থলের ঠিকানা ও বিবরণ উল্লেখ করে দিতে হবে। এ ছাড়া র্যাবের ১৪টি জোনের মুঠোফোন নম্বর পাওয়া যাবে এই অ্যাপে। দ্রুততার সঙ্গে অপরাধ কমানোর জন্য এই অ্যাপ বানানো হয়েছে।

তথ্য প্রদানকারীর প‌রিচয় গোপন রাখা ও নিরাপত্তার প্র‌তিশ্রু‌তিও দেয়া হ‌য়ে‌ছে পু‌লি‌শের পক্ষ থে‌কে। এই অ্যা‌পের মাধ্য‌মে এখন থে‌কে আপ‌নিও জ‌ঙ্গি ও সন্ত্রাস তথা অপরা‌ধের তথ্য দি‌য়ে র্যাব ও পু‌লিশ‌কে সাহায্য কর‌তে পা‌রবেন। তাহ‌লে আর দেরী না ক‌রে গুগল প্লে স্টোর থে‌কে অ্যাপ‌গু‌লো ডাউন‌লোড ক‌রে নিন এখনই...

= Hello CT

= Report to RAB

রক্তের গ্রুপ নিয়ে কিছু কথা

রক্তের গ্রুপ নানা মানুষের কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন কারণ রয়েছে।
অস্ট্রিয়ান চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার ১৯০০ সালে রক্তের বিভিন্ন গ্রুপের বিষয়টি আবিষ্কার করেন এবং এ জন্য নোবেল পুরস্কার অর্জন করেন। এরপর থেকে এ বিষয়ে নানা গবেষণা হয়েছে এবং বিষয়টি ক্রমে উন্নতি লাভ করেছে। এতে মানুষের স্বাস্থ্যের ওপর রক্তের ধরনের বহু প্রভাব লিপিবদ্ধ করা হয়েছে।
রক্তের গ্রুপ আলাদা কেন?
কী কারণে রক্তের গ্রুপগুলো আলাদা? এ বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বায়োলজিস্ট অজিত ভার্কি বলেন, 'রক্তের গ্রুপ আবিষ্কারের পর নোবেল অর্জনের প্রায় এক শতাব্দী পার হয়ে

আপনার রান্না ঘরেই মজুদ রয়েছে ১০টি অসাধারণ ওষুধ

১৤ জিরে (Cumin)—কয়েক দানা জিরে খাবারের স্বাদ পরিবর্তন করে দেয় বহুগুণ। রান্নায় ব্যবহৃত এই জিরার রয়েছে নানা ঔষধি গুণ। জিরার ঔষধি গুণের কারণে ঘরোয়া এবং হারবাল ওষুধে জিরা ব্যবহার হতে দেখা যায়। জিরে ফাইবারে ঠাসা, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালশিয়াম, পটাসিয়াম, জিঙ্ক,ম্যাঙ্গানিজের খনি। বদহজম, অম্বলে মারাত্মক উপকারী। একটু

স্বপ্ন : চূড়ান্ত পর্ব

স্বপ্ন নি‌য়ে আমা‌দের ধারাবা‌হিক প্রতি‌বেদ‌নের আজ শেষ পর্ব। সর্ব‌শেষ পো‌স্টে থাক‌ছে, স্ব‌প্নের বাস্তবায়ন ও সমাপ্ত বয়ান।

ভা‌লো স্বপ্নের বাস্তবায়ন দেরী‌তে হয়
যে স্বপ্নের ফলাফল ভাল তা বাস্তবায়নে দেরী হয়। আর যার ফলাফল খারাপ তার বাস্তবায়নে কোন দেরী হয় না।
হযরত ইউসুফ (আঃ) স্বপ্নে দেখেছিলেন, চন্দ্র, সূর্য আর এগারটি নক্ষত্র তাকে সিজদা করেছে।
তার এ স্বপ্নটার বাস্তবায়ন অনেক বছর পর হয়েছে।
ইবনে সীরিন রহ. দরবারে একটি শিশুর মৃত্যুর কাহিনীতে আমরা দেখলাম, খারাপ স্বপ্নের বাস্তবায়ন তাড়াতাড়ি হয়ে গেল।
মক্কী জীবনে রাসুল (সঃ) একবার

৭ হাজার বছর ধরে ব্যবহৃত রসুনের আশ্চর্য কাহিনী

মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে রসুনের নাম। শুধু চিকিৎসা ব্যবস্থায় নয় মানবজাতির দৈনযন্দিন জীবনেও রসুনের প্রভাব বিশাল রকমের।

রঁসুনের চি‌কিৎসা ইতিহাস
রসুনের গন্ধে আমরা সকলেই নাক সিঁটকোই। কিন্তু, রসুন যেমন আমাদের রসনাতৃপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তেমনি রসুন দিয়ে নাকি ভ্যাম্পায়ার তাড়ানো হয়। শতকের পর শতক ধরে রসুন নিয়ে এমনই সব কাহিনি ছড়িয়ে রয়েছে। এর মধ্যে এমনকিছু ‘মিথ’ আছে, যা ৭০০০ বছরেরও

যেসব কারণে বিক্রি হয়ে গেল Yahoo?

এক সম‌য়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহুকে আর ফিরে পাবেন না ইন্টারনেট ব্যবহারকারীরা৷ ভেরিজোন নামে অপর এক সংস্থা ৪.৮৩ বিলিয়ন ডলারে ইয়াহুকে কিনে নিতে সম্মত হয়েছে৷ মূলত স্বাধীন কোম্পানি হিসেবে ইয়াহুর অস্তিত্ব আর থাকছে না৷

কিন্তু কেন ইয়াহুর এমন দশা? কেনই বা একটা গোটা সংস্থাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?
এই সিদ্ধান্তের পিছনে যে যে কারণগুলি উঠে আসছে, সেগুলি

যেসব কারণে প্রিজমা রাতারাতি জনপ্রিয়

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ছবি সম্পাদনার অ্যাপ প্রিজমা নিয়ে মাতামাতি বেড়েই চলেছে৷ কারণ এই অ্যাপের রয়েছে নিজস্ব বুদ্ধিমত্তা, যা একে এই ধরণের বাকি সব অ্যাপ থেকে আলাদা করেছে। 

স্মার্টফোন আর সামাজিক যোগাযোগের এই স্বর্ণযুগে ছবি তোলা আর শেয়ার করা সবার হাতের মুঠোয়। নতুন সব সার্ভিস আর অ্যাপ আসছে প্রতিনিয়ত, কিন্তু সাড়া ফেলতে পারছে কয়টি? স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামের পর বহুদিন কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি সেভাবে, কিন্তু গত মাসে প্রিজমা চালু হওয়ার পর থেকেই ঝড় তুলছে৷
রাশিয়া ও তার আশেপাশের দেশগুলোতে শুরুতে জনপ্রিয় হলেও খুব দ্রুত সেই হওয়া এসে লেগেছে বাংলাদেশ আর ভারতে৷ সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও কাঁপছেন এই প্রিজমা জ্বরে৷ বলিউডের

চট্টগ্রামের খৈয়াছড়া ঝর্ণায় মুগ্ধ পর্যটকরা

দূর থেকে শোনা যায় পাহাড়ীয়া ঝর্ণার নুপুরধ্বনি। সবুজ শ্যামল ঘেরা প্রকৃতি দেখলে মনটা ভরে যায়। সৃষ্টি কর্তার অপরূপ সৃষ্টির নির্দশন খৈয়াছড়া ঝর্ণা। আট স্তর বিশিষ্ট এই ঝর্ণা প্রবাহ দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে শত শত পর্যটক।
এখানে গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ ধুয়ে যেন সজীব করে নিজেদের। চট্টগ্রামের মিরসরাই উপজেলার এই খৈয়াছড়া ঝর্ণা এখন অগণিত পর্যটকের প্রধান আকর্ষণ। শুধু খৈয়াছরা নয় আশেপাশের আরো কয়েকটি ঝর্ণায় দর্শনার্থীরা এখন ঘুরে বেড়ায় মনের আনন্দে।

পাহাড়ের সবুজ রঙ আর ঝর্ণার স্বচ্ছ জল মিশে মিশে একাকার হয়েছে প্রাকৃতিক জলপ্রপাত খৈয়াছরা ঝর্ণায়। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি দেখে মুগ্ধ হচ্ছে ভ্রমণ

অ্যাপেক্স শোরুমে জনবল নিয়োগ - Apex

সম্প্র‌তি শোরুমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। ‘অ্যাসিস্ট্যান্ট শোরুম ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই, ২০১৬।
যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। অভিজ্ঞতাহীন প্রার্থীদের আবেদনের জন্য বলা হলেও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। তবে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৩ থেকে ২৭ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত career@apexfootwearltd.com এই  ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমেও আবেদন করা যাবে।
^
^
অ্যাপেক্স শোরুমে জনবল নিয়োগ, @apex job circular bd . এ‌পেক্স কম্পানী‌তে চাক‌রি, এ‌পেক্স শো রুমে চাক‌রি, apex showroom jobs bd

বাংলা‌দেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে চাকরি

বেসামরিক পদে লোক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আবেদন করা যাবে ১৩ আগস্ট পর্যন্ত।

পদ: অর্ডন্যান্স অফিসার সিভিলিয়ান (স্টোরস)
পদসংখ্যা: ৩টি
বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

পদ: সিভিলিয়ান লেবার অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

পদ: সিভিলিয়ান অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

পদ: ফোরম্যান
পদসংখ্যা: ১৪টি
বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

পদ: সহকারী ফোরম্যান
পদসংখ্যা: ১৪টি
বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট

বিস্তারিত দেখুন-

@সেনাবা‌হিনীর বেসাম‌রিক প‌দে চাক‌রি,

পোশা‌কের শোরুম : সব ঋতু‌তেই আয়

আপনার এলাকাতেই দিতে পারেন এমন একটি শোরুম; যেখানে হাল ফ্যাশনের সব অনুষঙ্গই বিক্রি হবে এক ছাদের নিচে। প‌রিপা‌টি দোকান অথবা কাঁচঘেরা এসি রুমের শোরুমে জিন্স প্যান্ট, টি-শার্ট থেকে শুরু করে সময়ের চা‌হিদানুযায়ী ফ্যাশন স্কার্ফ কিংবা মানিব্যাগ অনেক কিছুই বিক্রি হয়। তবে প্রথম দিকে অন্যান্য অনুষঙ্গের চেয়ে শুধু পোশাক বিক্রি করাটাই

টুথপেস্ট-এর ব্য‌তিক্রম ১০টি ব্যবহার জে‌নে নিন

টুথ‌পেস্ট সাধারণত দাঁত ব্রা‌শে ব্যবহৃত হয়। ত‌বে এর কিছু ব্য‌তিক্রম ব্যবহারও করা সম্ভব। তাছাড়া দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্টের ব্যবহারের কথা আমরা সবাই জানি। মুখের স্বাস্থ্য ভাল রাখতে টুথপেস্ট অপরিহার্য। টুথপেস্টের আরও নানাবিধ ব্যবহার সম্ভব যেগুলির সঙ্গে মুখের বা দাঁতের কোনও সম্পর্কই নেই। এখানে রইল সেরকমই ১০টি ব্যবহারের কথা— 

টুথপেস্টের অভিনব ব্যবহারগু‌লো

১. মোবাইল স্ক্রিন পরিষ্কার:
যেসব মোবাইলে স্ক্রিন গার্ড থাকে না, সেগুলির স্ক্রিনে নানা রকমের আঁচড়ের

রূপালী ব্যাংকে ৪২৩ জন‌কে নিয়োগ দেয়া হ‌বে

বাংলা‌দে‌শের অন্যতম রূপালী ব্যাংক লিমিটেড-এ শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদনের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো :
পদের নাম : সিনিয়র অফিসার
পদ সংখ্যা : ৪২৩
শিক্ষাগত যোগ্যতা : এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক পাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
সম্মানে ন্যূনতম একটি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রেই তৃতীয় শ্রেণি বা সমমান থাকা যাবে না।
বয়স : প্রার্থীর বয়স ১ এপ্রিল, ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন : পদটিতে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। পাশাপাশি থাকবে ভাতা ও অন্যান্য সুবিধাদি।
আবেদনের সময়সীমা : ২৭ জুলাই থেকে ১৫ আগস্ট, ২০১৬ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া : যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট = www.eRecruitment.bb.org.BD/OnlineApp/JobList.php  -এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
^
^
rupali bank job circular . রূপালী ব্যাংকে ৪২৩ শূন্য পদে নিয়োগ, rupali bank jobs, রূপালী ব্যাংকের বি‌ভিন্ন শূন্য পদে নিয়োগ, all bank jobs bd, রূপালী ব্যাংকে চাক‌রি, রূপা‌লি ব্যাংক নিয়োগ বিজ্ঞ‌প্তি, রুপা‌লি ব্যাং‌কে চাক‌রির খবর

গ্রামীনফোন, বাংলালিংক ও রবিতে বিভিন্ন পদে চাকরি

উচ্চ বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার জন্য সবাই চান টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গড়তে। আর তাঁদের জন্যই রয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন, বাংলালিংক ও রবিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ। তো দেখে নিন, এ চাকরিগুলো সম্পর্কে বিস্তারিত :

গ্রামীণফোন চাক‌রি
চিফ প্রকিউরমেন্ট অফিসার : যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সোর্সিং থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আবেদনকারীদের মোট ১২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করা যাবে ১৫ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত দেখুন গ্রামীণফোন প্রকাশিত
বিজ্ঞপ্তিতে

লিড স্পেশালিস্ট (ভিএএস, ডিএস অ্যান্ড ডিভাইস) : ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অগ্রাধিকার পাবেন মার্কেটিং ও ফিন্যান্সের শিক্ষার্থীরা। এ ছাড়া আবেদন করতে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৪ জুন-২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত দেখুন গ্রামীণফোন প্রকাশিত
বিজ্ঞপ্তিতে

বাংলালিংক চাক‌রি
হেড অব রিজিওনাল সেলস - বিটুসি : বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের সাত থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ দেওয়া হবে ঢাকায়। আবেদনের শেষ তারিখ ১৪ জুন, ২০১৬। বিস্তারিত দেখুন বাংলালিংক প্রকাশিত বিজ্ঞপ্তিতে

সিনিয়র ম্যানেজার-বেস ইনসাইটস অ্যান্ড অ্যানালিটিকস : এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ফিন্যান্স থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাসহ মোট সাত থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে ১৪ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত দেখুন বাংলালিংক প্রকাশিত বিজ্ঞপ্তিতে

রবি চাক‌রি
জেনারেল ম্যানেজার (স্ট্রাটেজিক প্ল্যানিং, করপোরেট
স্ট্র্যাটেজি) : দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ছয় থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের। পদটিতে আবেদন করা যাবে লিংকডইন ডটকমের মাধ্যমে

^
^
grameenphone job circular . গ্রামীনফোন কোম্পানী‌তে চাক‌রি, banglalink jobs circular . বাংলালিংক কোম্পা‌নি‌তে চাক‌রি । robi company jobs circular . রবিতে বিভিন্ন পদে চাকরি, গ্রামীনফোনে বি‌ভিন্ন প‌দে চাক‌রি, gp company jobs,  বাংলালিংক এ বি‌ভিন্ন প‌দে চাক‌রি, রবিতে বিভিন্ন পদে চাকরি, robi job circular , গ্রামীনফোন জবস, বাংলালিংক জবস, ও রবিতে জবস, mobile operator jobs bd . সিম কোম্পা‌নির বিভিন্ন পদে চাকরি, চাকরি চাই, banglalink company job

নো‌কিয়া কোম্পা‌নি‌তে চাক‌রির সু‌যোগ

জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নোকিয়ার ওয়েবসাইটে প্রকাশিত হয় বিজ্ঞাপনটি। বিজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানটিতে "কোর স্পেশালিস্ট" পদে নিয়োগ দেওয়া হবে। রাজধানী ঢাকার অভ্যন্তরে এ পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
স্থায়ী এ পদটিতে আবেদন করতে পারবেন স্নাতক বা সমমান পাস প্রার্থীরা। পাশাপাশি প্রার্থীদের ট্রাবল শ্যুটিং টুলস, ট্রেস, লগ ফাইল অ্যানালাইসিস টুলস, ট্রাবল টিকেট টুলস এবং এ সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নোকিয়ার ওয়েবসাইটের www.Nokia.com মাধ্যমে পদটিতে আবেদন করতে পারবেন। আবেদনের আগে প্রার্থীদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

^
^
nokia job . আকর্ষণীয় পদে জনবল নিচ্ছে নোকিয়া, চাকরি চাই, নো‌কিয়া মোবাইল কম্পানী‌তে চাক‌রি । nokia mobile company job circular ... bangladesh

কাজু বাদামের গুণাগুণ ও উপকারীতা

কাজু বাদাম খুবই সুস্বাদু। বিভিন্ন স্বাদের খাবারে কাজু বাদাম ব্যবহার করা হয়। এতে খাবারে স্বাদ ও দেখতে ভালো লাগে। এছাড়া অনেকেই শুধু কাজু বাদাম খেতে খুব পছন্দ করেন। কিন্তু এর যে গুণ কত তা আমরা অ‌নে‌কেই জা‌নি না। কাজু বাদা‌মের গুণগুলো না জানা থাকলে জেনে নিন।
১) কাজু বাদাম খেলে হৃৎপিণ্ড ভালো থাকবে। আসলে কাজুবাদাম কোলেস্টোরেল ফ্রি। তাই এটা খেলে, হৃদয় থাকবে সতেজ।
২) এতে অনেক ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। তাই শরীরের হাড় ভালো রাখ‌তে কাজু বাদা‌মের জু‌রি মেলা ভার।
৩) কাজুবাদাম খেলে চোখ

অনলাইনে যুক্তরাজ্যের নতুন ভিসা ফর্ম

যুক্তরাজ্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য বাংলাদেশে অনলাইনে আবেদন ফর্মের নতুন ভার্সন চালু করেছে।
ব্রিটিশ হাইকমিশন আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে ভিসা প্রার্থীরা যুক্তরাজ্য সফরে যেতে এখন নতুন অনলাইন ফরম পূরণ করে সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
‘অ্যাকসেস ইউকে’ শিরোনামে নতুন ফর্মে যৌক্তিক কিছু প্রশ্ন, মোবাইল বান্ধব ফরমেট এবং সহজলব্ধ ডাউনলোড এবং একটি ছোট ফর্মসহ গ্রাহকদের বেশকিছু সুবিধা

ধনী হওয়ার জন্য যে পেশাগু‌লো কার্যকরী

আপনি যদি ধনী হতে চান তাহলে কোন কর্মক্ষেত্র বেছে নেবেন? এক্ষেত্রে কিছু পেশা রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি উপার্জনকরা যাবে। এ লেখায় তুলে ধরা হলো সে ধরনের কয়েকটি পেশা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

যারা কঠোর পরিশ্রম করে ক্যারিয়ার গড়তে চান তাদের কোন ক্ষেত্রে পরিশ্রম সবচেয়ে কার্যকর হবে, তা নিয়ে বিভ্রান্তি থাকে। কিন্তু এ তালিকায় দেওয়া হলো সবচেয়ে

মনপুরা দ্বীপ : অপরূপ সৌন্দ‌র্যের লীলাভূ‌মি

বাংলাদেশের বৃহওম রূপালী দ্বীপ ও অপরূপ সৌন্দ‌র্যের ম‌নোমুগ্ধকর দর্শণীয় জায়গা হ‌চ্ছে মনপুরা। চতুর্দিকে মেঘনা নদীবেষ্টিত সবুজ-শ্যামল ঘেরা মনপুরা। সুবিশাল নদী, চতুর্দিকে বেড়ীবাঁধ, ধানের ক্ষেত, বিশাল ম্যানগ্রোভ প্রজাতির গাছের বাগানে সমৃদ্ধ। মনপুরা উপজেলা দেশের মানুষের কাছে যেমন আকর্ষণীয় ও দর্শনীয় জায়গা তেমনি বিদেশিদের কাছেও। এ দ্বীপে সকালবেলার সূর্য যেমন হাসতে হাসতে পূর্বদিকে ডিমের লাল কুসুমের মত উদিত হতে দেখা যায়; তেমনি বিকেল বেলাতে আকাশের সিঁড়ি বেয়ে লাল আভা ছড়াতে ছড়াতে পশ্চিম আকাশে অস্ত‌মিত দৃশ্যও চো‌খে প‌ড়ে।
বাংলাদেশের বৃহওম দ্বীপ ভোলা জেলার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন এক‌টি দ্বীপ মনপুরা। মেঘনার কোলে লালিত

তাঁ‌তের তৈ‌রি পোশা‌কের ব্যবসার যাবতীয় তথ্য

ভুমিকা
নিজ এলাকায় এমন একটি দোকান দিতে পারেন, যেখানে থাকবে তাতের তৈরি বিভিন্ন পোশাক। এ ছাড়া পাইকারিভাবেও বিভিন্ন দোকানে সরবরাহ করতে পারেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন ও আতাউর রহমান পিন্টুঃ
প্রাথমিকভাবে অল্প পুঁজিতেই শুরু করতে পারেন। ২০ থেকে ৪০ হাজার টাকা হলেই চলবে। সোনার বাংলা উইং ফ্যাক্টরির মালিক কামরুল ইসলাম জানান, তাঁতের তৈরি শাড়ি, সালোয়ার, থ্রিপিসসহ আরো অনেক রকম পোশাক আমরা পাইকারি এবং খুচরা দুভাবেই বিক্রি করি। সরাসরি কারখানায় গেলে পাইকারি দামে কেনা যায়। আর এলাকাভিত্তিক বাজার থেকে খুচরাভাবে কেনা যায়। শাহজাদপুর, বেলকুচি ও উল্লাপাড়ার বেশির ভাগ

টুথপেস্ট টিউবের শেষপ্রা‌ন্তের দাগগুলো কেন থাকে?

টুথপেস্টের টিউবের ছবি দিয়ে ফেসবুক পোস্টে দাবি করা হয়, টুথপেস্ট টিউবের একেবারে শেষপ্রান্তে লাল, সবুজ বা কালো যে স্ট্রাইপগুলো থাকে সেগুলো টুথপেস্টের উপাদান সম্পর্কে বিশেষ বার্তা দেয়। কীরকম?
সত্যি কি অর্থ আছে কোনও এই চিহ্নের?

ফেসবুকে এই ধরনের একটি পোস্ট হয়তো চোখে পড়েছে আপনার। কয়েকটা টুথপেস্টের টিউবের ছবি দিয়ে এই পোস্টে দাবি করা হয়, টুথপেস্ট টিউবের একেবারে শেষপ্রান্তে লাল, সবুজ বা কালো যে স্ট্রাইপগুলো থাকে সেগুলো টুথপেস্টের উপাদান সম্পর্কে বিশেষ বার্তা দেয়। কীরকম? বলা হয়,
সবুজ দাগের অর্থ, এই টুথপেস্ট একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
নীল দাগের অর্থ, এই টুথপেস্টে প্রাকৃতিক

কল্যাণপুরে অভিযান : আমরা এখনো যা জানি না

ডয়চে ভেলের প্রতিবেদন
বাংলাদেশের রাজধানী ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানে নয় কথিত ‘জঙ্গি' নিহতের খবর জানিয়েছে পুলিশ৷ রাতভর পাল্টাপাল্টি ‘গুলি ছোড়াছুড়ির পর' পুলিশের অভিযানের প্রশংসার পাশাপাশি বিভিন্ন প্রশ্নও দেখা দিয়েছে৷
ঢাকায় পুলিশের অভিযানে নয় ব্যক্তি নিহতের খবর ইতোমধ্যে গোটা বিশ্বে আলোড়ন তুলেছে৷ পুলিশ নিহতদের ‘জঙ্গি' হিসেবে পরিচয় দিলেও, অভিযানের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ যেসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি সেগুলোর কয়েকটি তুলে ধরা হলো এখানে:

স্মার্টফোনের ব্যাটারী টেকসই রাখার ৬ উপায়

এ্যানড্র‌য়েড স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে। এসব ফো‌নের বাহা‌রি ফিচার আর ব্যবহার নিত্য‌নৈম‌ত্তিক ব্যাপার হ‌য়ে দাঁড়িয়ে‌ছে। কিন্তু সব স্মার্টফোনে একটাই বড় সমস্যা- ব্যাটারি! ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ব্যাটারি খারাপও হয় তাড়াতাড়ি। তবে নি‌চের ৬টা উপায় মেনে চললে যে কোন স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব।

১) ব্যাটারি কখনোই ১০০% চার্জ করা উচিত নয়। কারণ ৮০% চার্জ হওয়ার পরই ব্যাটারির 'সোয়েটিং পিরিয়ড' শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

২) ১০% চার্জ নেমে গেলে ফোন ব্যবহার করা উচিত নয়। যত কম চার্জে ফোন ব্যবহৃত হ‌বে, তত বেশি ব্যাটারির উপর চাপ পড়বে। তাই ব্যাটারি ক্ষমতা ১০% নেমে গেলেই তৎক্ষণাৎ চার্জ দেওয়া উচিত।

৩) বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভিতর রাখা ভালো।

৪) পাওয়ার ব্যাঙ্ক, অ‌টো চার্জার, অন্য ফো‌নের চার্জার দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

৫) চার্জে থাকা অবস্থায় কাজ করলে ফোন গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির খুব ক্ষতি হয়। কোনও কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

৬) ব্যাটা‌রি ওভার চার্জিং করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়।

^
^
ফো‌নের ব্যাটারী, স্মার্টফোনের ব্যাটারী ভালো রাখার টিপস, ব্যাটা‌রি দীর্ঘস্থায়ী করার উপায়

বি‌ভিন্ন স্ব‌প্নের ব্যাখ্যা: পর্ব-১২

স্ব‌প্নের ব্যাখ্যা সম্প‌র্কে ইমাম ইবনুল কা‌য়্যিম রহ. এর কিছু  বক্তব্য
বাস্তব জীবনে ঘটবে এমন কিছু আকৃতি-প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দাদের দেখিয়ে থাকেন। এ দেখানোটা স্বপ্নে কখনো সরাসরি আবার কখনো ইঙ্গিত বা প্রতীকি বার্তায় হয়ে থাকে।
যেমন- আমরা বলে থাকি যে,
* স্বপ্নে কাপড় বা জামা দেখার মানে হল দীন-ধর্ম। যদি কাপড় ভাল ও বড় দেখা হয়, তবে তা দীন-ধর্ম, তাকওয়া-পরহেজগারীর উন্নতি নির্দেশ করে। আর তা যদি মলিন, সংকীর্ণ, ছিড়া-ফাটা দেখা হয় তবে তা দীন-ধর্মের অবনতি বলে মনে করা হয়ে থাকে।
দীন -ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে, পোশাক তেমনি মানুষের শরীর-স্বাস্থ্যকে হেফাজত করে। এ জন্য পোশাক আর ধর্ম একে অপরের ইঙ্গিত

ভালো ঘুমের উপায় ও ঘুম না হ‌ওয়ার ক্ষতি

রাতে যার ঘুম হয় না তার সঙ্গে যে থাকে তারও ঠিকমতো ঘুম হয় না। আর ঠিকমতো ঘুম না হলে এর নানারকম ক্ষতিকর প্রভাব পড়ে শরীর ও মনে। এমনকি ব্যক্তিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়।
যুক্তরাজ্যের রয়েল কলেজ অব সাইকিয়াট্রিক তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ঘুম সম্পর্কিত একটি নিবন্ধ। চলুন জেনে নেওয়া যাক ঘুম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘুম ভালো না হওয়ার জন্য অধিকাংশ সময় আমাদের দৈনন্দিন অভ্যাসই দায়ী। রাত জেগে টিভি দেখা, ফেসবুক চালানো, ইন্টারনেট আসক্তি, ভিডিও গেম খেলা, মোবাইল ফোনে কথা বলা, গল্প করা, রাতে বার বার কফি পান করার কারণেও ঘুমে সমস্যা দেখা যেতে পারে। এ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে পারলেই অনেকের ক্ষেত্রে ঘুমের

ঘর বাড়ি‌র সৌন্দর্য বাড়া‌তে অ‌র্কিড লাগা‌নোর নিয়ম

বাড়িতেই দৃষ্টিনন্দন অর্কিড লাগাতে চান? নিয়মগুলো জেনে নিন
অর্কিড অনেকেরই প্রিয়। কিন্তু এ অর্কিড যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে কেমন হয়? এক্ষেত্রে অনেকেরই ধারণা অর্কিড লাগানো কিংবা বড় করা কঠিন। তবে বাস্তবতা হলো, কিছু অর্কিড রয়েছে যেগুলোকে সহজেই বড় করা যায়। এ লেখায় তুলে ধরা হলো অর্কিড পালনের কিছু নিয়ম। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


১. শুরুর চ্যালেঞ্জ
অর্কিড পালন করা অনেকাংশে নেশার মতো। আপনি যদি একবার অর্কিড ভালোভাবে পালন শুরু করতে পারেন তাহলে পরবর্তীতে এজন্য আগ্রহের অভাব হবে না। বাজারে বা নার্সারিতে যেসব অর্কিড পাওয়া যায় সেগুলোর অধিকাংশই হাইব্রিড প্রজাতির। এগুলো লালন-পালন কঠিন নয়। বাড়ি কিংবা অফিসে সামান্য কয়েকটা বিষয়ে মনোযোগী হলেই আপনি এটি পালন করতে পারবেন।

২. প্রথমে পালন করতে
আপনি যদি অর্কিড পালন শুরু করতে চান তাহলে মনে রাখতে হবে এমন সব অর্কিড নিন যেগুলো পালন করা সহজ। এক্ষেত্রে মথ অর্কিড হতে পারে একটি

তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টার ব্যর্থ করে দেয়া হয়েছে। সরকার আবার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহের অবসান ঘটেছে, সারা দেশে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে।
অভ্যুত্থানের সময় প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরীয় এলাকায় অবকাশ যাপন করছিলেন। তিনি অভ্যুত্থানের খবর পেয়েই দৃঢ়ভাবে তা প্রতিরোধের নির্দেশ দেন। তিনি রাজধানীতে ফিরে আসার উদ্যোগ নেন।
শুক্রবার রাতে সামরিক বাহিনীর একটি অংশ দাবি করেছিল, তারা দেশের সব নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা সারা দেশে সামরিক আইন কারফিউ জারি করেছে। ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর

আঙ্গুল দি‌য়ে রোগ সমাধান : অ্যাকুপ্রেসার

হাতের কাছেই রোগের ওষুধ। বুড়ো আঙুলে চাপ দিলে সারতে পারে হৃদরোগ। কড়ে আঙুলে মৃদু চাপ সারিয়ে দিতে পারে মাথার ব্যথা। বহুল পরিচিত এই চিকিত্‍সা পদ্ধতির নাম অ্যাকুপ্রেসার। শারীরিক সমস্যার সমাধানে অনেকেই ওষুধ খাওয়ার বদলে খোঁজেন চিকিত্‍সার বিকল্প পদ্ধতি। সেরকমই একটি বিকল্প  চিকিত্‍সা পদ্ধতির নাম রিফ্লেক্সোলজি বা অ্যাকুপ্রেসার। এই পদ্ধতি অনুসারে শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্টকে চিহ্নিত করা হয়। এক-একটি প্রেসার পয়েন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই প্রেসার পয়েন্টগুলিকে স্পর্শ বা ম্যাসাজের মাধ্যমে ওই জড়িত অঙ্গগুলির রোগ সারিয়ে তোলা

জঙ্গি জন্ম নেয় না, সৃষ্টি করা হয়

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিশওয়াল দুই দিনের ঢাকা সফরে এসে ভর ও ভার কেন্দ্রগুলোর পালস রেট বুঝতে চেষ্টা করেছেন। ভারতের রাষ্ট্রদূতের সাথে তার ১ ঘণ্টার মতবিনিময় তাৎপর্যহীন নয়। তবে যারা বিশ্বরাজনীতিতে মার্কিননীতির ব্যাপারে খোঁজখবর রাখেন, তারা নিশা দেসাইর সফর নিয়ে বাড়তি আবেগ দেখাতে যাবেন না। আরো যারা ইরাক যুদ্ধের খতিয়ান জানেন, আফগান যুদ্ধের দলিল ও বায়া দলিল দেখেছেন, তারা মধ্যপ্রাচ্যে বানরের পিঠা ভাগের কাণ্ডকীর্তি সম্পর্কেও জ্ঞাত। ‘ওরা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ফুঁক দেয়।’ আমাদের গণতন্ত্র ও নির্বাচন হলো কি হলো না, সরকার নির্বাচিত কি নির্বাচিত নয়, তা নিয়ে পশ্চিমাদের বক্তব্য গতানুগতিক। সে তুলনায়

হো‌টেল রেস্টু‌রে‌ন্টে চাক‌রির বিজ্ঞ‌প্তি

► ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার (ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস)। মার্কেটিং, ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস বা ব্যবসায় স্নাতক। ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ৩১ জুলাই।

আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।

সূত্র : bdjobs.com

► ক্যাপরিকনস ওয়ার্ল্ড রেস্টুরেন্ট

পদ ও যোগ্যতা : ম্যানেজার ফর এ চায়নিজ রেস্টুরেন্ট। স্নাতক। অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ওয়েটার—এইচএসসি। ক্লিনার—অষ্টম শ্রেণি পাস।

আবেদনের শেষ তারিখ : ৪ আগস্ট।

আবেদনের নিয়ম : সিভি পাঠাতে হবে ম্যানেজিং ডিরেক্টর, ক্যাপরিকনস ওয়ার্ল্ড লিমিটেড, ফ্ল্যাট-এ২, হাউস-৪৯৭, রোড-৩৩, ডিওএইচএস-মহাখালী, ঢাকা-১২০৬ অথবা ইমেইল করতে হবে mrahman@capricornsworld.com ঠিকানায়।

সূত্র : bdjobs.com

বাংলা‌দে‌শের বি‌ভিন্ন ব্যাংকের চাক‌রি

ব্যাংক জবঃ

► আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : হেড অব লিগ্যাল। এলএলবি (অনার্স), এলএলএম। ১০ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ১৬ জুলাই।

পদ ও যোগ্যতা : আইটি অডিটর। কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক বা মাস্টার্স। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ২১ জুলাই।

পদ ও যোগ্যতা : পাবলিক রিলেশন অফিসার। স্নাতকোত্তর বা মাস্টার্স (কমিউনিকেশন, মাস কমিউনিকেশন বা জার্নালিজম মেজর)। ৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ৩০ জুলাই।

পদ ও যোগ্যতা : সেলস অফিসার (এসএমই)। ব্যবসায় প্রশাসনে স্নাতক।

২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : ব্রাঞ্চ ম্যানেজার। মাস্টার্স, এমবিএ বা এমবিএম।

৫ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ১৯ জুলাই।

আবেদনের নিয়ম : বিডিজবসের

মাধ্যমে।

সূত্র : bdjobs.com

► ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : অফিসার। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতিতে এমবিএ বা মাস্টার্স। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিকস বিষয়ে এমবিএ বা মাস্টার্স। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : প্রিন্সিপাল (ট্রেনিং ইনস্টিটিউট)। মাস্টার্স। ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা।

পদ ও যোগ্যতা : নির্বাহী কর্মকর্তা, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। প্রথম অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)।

প্রিন্সিপাল অফিসার, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ফিন্যান্সিং অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা অর্থনীতিতে এমবিএ বা এমবিএম বা মাস্টার্স। ৪ বছরের অভিজ্ঞতা।

আবেদনের নিয়ম : আবেদনপত্র পাঠাতে হবে হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এনসিসি ব্যাংক ভবন, ১৩/১ ও ১৩/২ টয়েনবী সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৮ জুলাই।

সূত্র : bdjobs.com

► দ্য সিটি ব্যাংক লিমিটেড

পদ ও যোগ্যতা : কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ-কল সেন্টার (কার্ডস)। ৪ বছরমেয়াদি স্নাতক/মাস্টার্স।

আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই।

আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।

সূত্র : bdjobs.com

► স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

পদ ও যোগ্যতা : ব্রাঞ্চ ম্যানেজার। স্নাতক। ১ বছরের অভিজ্ঞতা।

আবেদনের শেষ তারিখ : ১৯ জুলাই।

আবেদনের নিয়ম : লিংকডইনের মাধ্যমে।

সূত্র : www.linkedin.com/jobs2/view/153890950

► রায়হান আহমদ আশরাফী

© kalerkantho online

ফায়ার সার্ভিসে কর্মী নেয়া হ‌বে ৪০৭ জন

২৯০ জন ফায়ারম্যানসহ বিভিন্ন পদে মোট ৪০৭ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। শারীরিক যোগ্যতা ও বাছাই পরীক্ষা হবে ২০ থেকে ২৮ জুলাই। বিস্তাারিত জানাচ্ছেন এম ফরহাদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োজিত যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ জানান, ফায়ারম্যান নেওয়া হবে ২৯০ জন। নার্সিং অ্যাটেনডেন্ট দুজন ও ডুবুরি সাতজন। পদগুলোতে আবেদনের যোগ্যতা এসএসসি। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি। ফায়ারম্যান পদের জন্য সাঁতার ও হালকা গাড়ি চালনা ও ডুবুরি পদের জন্য ডুবুরির কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভার নেওয়া হবে ৫৫ জন। যোগ্যতা অষ্টম শ্রেণি পাস, থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও ওজন ন্যূনতম ১১০ পাউন্ড।

মাস্টার ড্রাইভারের (মেরিন) একটি পদের সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। সহকারী মেকানিক, লেদ মেশিনম্যান, বোরিং মেশিনম্যান, মিলিং মেশিনম্যান পদে দুজন করে নেওয়া হবে। এসএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডকোর্সধারী হলে আবেদন করা যাবে। অয়্যারলেস মেকানিক পদে নেওয়া হবে পাঁচজন। যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জন নিয়োগ পাবেন। যোগ্যতা এইচএসসি। প্রতিমিনিটে টাইপের গতি থাকতে হবে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। স্টোর সহকারী একটি পদে এইচএসসি হলে আবেদন করা যাবে। ওয়েল্ডার ও ইলেকট্রিশিয়ান পদ দুটি করে। থাকতে হবে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ। ওয়েল্ডার পদে লাগবে তিন বছর কাজের অভিজ্ঞতা। কার্পেন্টারের দুটি ও ওয়ার্কশপ হেলপারের চারটি পদের আবেদনের জন্য লাগবে টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ। কার্পেন্টার পদের জন্য লাগবে তিন বছরের অভিজ্ঞতা। অফিস সহায়ক পদ সাতটি, বাবুচি তিনটি, ওজনদার দুটি ও সহকারী হোজ রিপেয়ারারের চারটি পদে আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। সহকারী হোজ রিপেয়ারার পদে থাকতে হবে দুই বছরের কাজের অভিজ্ঞতা। ১ জুলাই ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, আবেদন ফরম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট (www.fireservice.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। ১ জুলাইয়ের সমকালে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে bit.ly/29CtFM7 লিংকে। বিজ্ঞপ্তির ক্রমিক নং ১ থেকে ১৪ পর্যন্ত পদের জন্য নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ও ক্রমিক নং ১৫ থেকে ১৮ পর্যন্ত পদের জন্য নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ৫০ টাকার ট্রেজারি চালান কোড নং ১-২২৬১-০০০০-২০৩১-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা দিতে হবে। জমাকৃত ট্রেজারি চালানের মূলকপি ও সম্প্রতি তোলা ৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার সাইজের তিন কপি ছবি ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে। পরীক্ষার দিন আবেদনপত্রসহ সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র ও সব সনদপত্রের মূল কপি।

পরীক্ষার স্থান, তারিখ ও সময়

আনিস মাহমুদ জানান, সব পদের আবেদন যাচাইবাছাই ও শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নং গোল চত্বর), ঢাকার ঠিকানায়। ফায়ারম্যান পদে রাজশাহী বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০ জুলাই। খুলনা বিভাগের প্রার্থীদের ২১ জুলাই, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রার্থীদের ২২ জুলাই, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ২৩ জুলাই ও ঢাকা ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২৪ জুলাই। স্টোর সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সব জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২৫ জুলাই। মাস্টার ড্রাইভার (মেরিন), সহকারী মেকানিক, লেদ মেশিনম্যান, বোরিং মেশিনম্যান, মিলিং মেশিনম্যান, অয়্যারলেস মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার ও ওয়ার্কশপ হেলপার পদের সব জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২৬ জুলাই। ড্রাইভার, নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি পদের পরীক্ষা ২৭ জুলাই ও সহকারী হোজ রিপেয়ারার, অফিস সহায়ক, বাবুর্চি ও ওজনদার পদের সব জেলার পরীক্ষা নেওয়া হবে ২৮ জুলাই। সব পদের পরীক্ষা হবে সকাল ৮টায়। শারীরিক যোগ্যতা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার পদ্ধতি

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জানা যায়, পদ অনুসারে মোট তিন ধরনের পরীক্ষায় অংশ নিতে হবে। ফায়ারম্যানসহ শারীরিক যোগ্যতা চাওয়া পদগুলোর জন্য প্রথমে নেওয়া হবে শারীরিক যাচাই-বাছাই পরীক্ষা। পরে তাদের বসতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সবশেষ নেওয়া হবে ভাইভা।

ড্রাইভার পদের জন্য প্রথমে নেওয়া হবে ড্রাইভিং টেস্ট। দেখা হবে সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স। যোগ্যদের বসতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষায়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রথমে টাইপিং গতি দেখা হবে। সব টেকনিক্যাল পদের জন্য দেখা হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে কি না। পরে লিখিত, মৌখিক ও ক্ষেত্রবিশেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জানা যায়, সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে লিখিত পরীক্ষায় নম্বর থাকে ৭০ ও মৌখিক পরীক্ষায় ৩০। আনিস মাহমুদ জানান, এসব পদের লিখিত পরীক্ষার প্রশ্ন করা হয় প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বই থেকে। প্রতি পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। বিভিন্ন শ্রেণির পাঠ্য বই পড়লে লিখিত পরীক্ষায় ভালো করা যাবে।

© kalerkantho online