আঁ‌চিল হ‌লে কি কর‌বেন ?

আপ‌নি কি আঁচিল (wart) নিয়ে চিন্তিত? তাহ‌লে আজ‌কের এই গুরুত্বপূর্ণ পোস্ট‌টি আপনার জন্যই।
অ‌নেক মানু‌ষেরই শরী‌রের বা‌হি‌রের ত্বকে একটু উঁচু কালচে আঁচিল দেখা যায়। এটা ভাইরাসজনিত একটি রোগ। শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল হতে পারে। এ জন্য দায়ী ভাইরাসের অনেকগুলো প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে আঁচিলের উপসর্গ ভিন্ন হয়ে থাকে।
যাঁরা দাঁত দিয়ে নখ কাটেন, বেশির ভাগ সময় মাংস নাড়াচাড়া করেন এবং ঘন ঘন হাত ধুয়ে থাকেন, তাঁদের আঁচিল হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি। এ ছাড়া কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে
গেলেও আঁচিল দেখা দিতে পারে।
আঁচিল কিন্তু ছড়ায়। মানে শরীরের এক জায়গায় আঁচিল থাকলে সেখান থেকে শরীরের অন্য অংশেও ছড়াতে পারে। শেভ করার সময়ও আঁচিল সংক্রমিত হতে পারে।
আঁ‌চি‌লের চিকিৎসা:
আঁচিলের জন্য ওষুধ, লেজারসহ নানান ধরনের চিকিৎসার সুযোগ রয়েছে। আঁচিলের সংখ্যা, অবস্থান ও ধরনের ওপর নির্ভর করে চিকিৎসা দেওয়া হয়। আঁচিল হলে চিকিৎসা নেওয়া জরুরি। এটি যেমন নিজের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তেমনি খুব কাছের মানুষদের মধ্যেও ছড়াতে পারে। উপযুক্ত ব্যবস্থায় সুনির্দিষ্ট চিকিৎসা নিলে কোনো জটিলতার আশঙ্কা নেই।
© ডা. তুষার সিকদার
চর্মরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

No comments:

Post a Comment