বি‌শ্বের শীর্ষ ১০ CEO'র জন‌প্রিয়তার কারণ

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী বা সিইওদের মাঝে অনেকেই সাধারণ কর্মীদের কাছে অ‌নেক বেশি জনপ্রিয়। কিন্তু কী কারণে কর্মীদের মাঝে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ১০ সিইও?  বা কে‌নোই তারা এ‌তো জনপ্রিয়?
এসব বিষয় নি‌য়ে কয়েকজন জনপ্রিয় সিইওর কথা তুলে ধরা হলো আজ‌কের
প্রতিবেদনে।

১. স্কট স্কের
আল্টিমেট সফটওয়্যারের সিইও স্কট স্কের। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৯ শতাংশ।
কিভাবে স্কট এত জনপ্রিয় সিইও হিসেবে আত্মপ্রকাশ করলেন? এ বিষয়ে আল্টিমেট সফটওয়্যারের আউটসাইড সেলস এমপ্লয়ি বলেন, ‘স্কট আল্টিমেটে তার কাজ শুরু করেন ২৫ বছর আগে এবং তারপর থেকে মানুষকে সহায়তা করাকেই গুরুত্ব দিচ্ছেন। প্রতিষ্ঠানটি বর্তমানে ক্ষমতাবান, সহযোগিতাপূর্ণ ও প্রীতিপূর্ণ কর্মীতে বোঝাই।’

২. মার্ক জাকারবার্গ
ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৭ শতাংশ।
এ বিষয়ে ফেসবুকের একজন পার্টনারশিপ এমপ্লয়ি বলেন, ‘মার্ক জাকারবার্গ হলো বিষ্ময়কর।’

৩. জেফ ওয়েইনার
লিংকডইনের সিইও হিসেবে কর্মরত রয়েছেন জেফ ওয়েইনার।  তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৭ শতাংশ।
লিংকডইনের কাস্টমার সাকসেস ম্যানেজার বলেন, ‘জেফ ওয়েইনার আমার দেখামতে একজন অত্যন্ত অনুপ্রেরণামূলক বক্তা। তার সঙ্গে কাজ করা আমার দৃষ্টিতে অত্যন্ত অনুপ্রেরণাময়।’

৪. মার্ক বেনিওফ
সেলসফোর্সের সিইও মার্ক বেনিওফ। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৭ শতাংশ।
সেলফসফোর্সের একজন এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট এক্সিকিউটিভ বলেন, ‘মার্ক বি এমন একজন সিইও যার হৃদয় এবং দৃষ্টিভঙ্গি রয়েছে। এলজিবিটিসহ বিভিন্ন বিষয়ে কর্পোরেট অবস্থান নিতে তিনি যেমন পারদর্শী তেমন বৈশ্বিক অর্থনৈতিক নানা বিষয়েও তিনি খুবই দক্ষ। এ কারণে তার মতো সিইও অত্যন্ত বিরল। তিনি একজন আধুনিক সিইও।’

 ৫. সুন্দর পিচাই
গুগলের সিইও সুন্দর পিচাই। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৬ শতাংশ।
একজন গুগলের কর্মী বলেন, ‘আপনি কখনোই এত সুষ্ঠু পরিবেশের প্রতিষ্ঠান খুঁজে পাবেন না এবং প্রতিষ্ঠানটি এজন্য সত্যিই প্রশংসনীয়।’

৬. টিম কুক
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সিইও টিম কুক। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৬ শতাংশ।
প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, ‘অ্যাপল সত্যিই কর্মীদের ব্যাপারে মনোযোগী এবং তাদের পরিশ্রমের ওপর ভিত্তি করে পদোন্নতি দিয়ে থাকে। আমি অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করি এবং তারা সত্যিই কাজে সহায়তা করে।’

৭. জন লিগেরি
টি মোবাইলের সিইও হিসেবে কর্মরত জন লিগেরি। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৫ শতাংশ।
প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, ‘আমি সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিষ্ঠানে যেতে ইচ্ছে করে না, এমন দিন খুবই কম। প্রতিদিনই আমি নতুন কিছু শিখি।’

৮. শান্তনু নারায়ণ
বিশ্বখ্যাত গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ। তিনি সিইও রেটিং অনুযায়ী ৯৫ শতাংশ অ্যাপ্রোভাল পেয়েছেন।
এ প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, ‘অ্যাডোবি বিষয়ে আমি যে বিষয়টি সবচেয়ে গ্রহণযোগ্য মনে করি তা হলো একজন ফ্রেশ তরুণ ও মেধাবী যখন কোনো বিষয়ে আগ্রহী হয়ে ওঠে তখন তাকে উচ্চমূল্য দিয়েই উৎসাহী করে তোলে অ্যাডোবি। আমি দীর্ঘ ১৫ বছর ধরে এ প্রতিষ্ঠানে রয়েছি এবং এজন্য গর্বিত।’

৯. ডারা খোসরোওয়াশহাহি
এক্সপিডিয়ার সিইও ডারা খোসরোওয়াশহাহি। সিইও হিসেবে তার অ্যাপ্রোভাল রেটিং ৯৫ শতাংশ।
এ প্রতিষ্ঠানের একজন সাবেক কর্মী বলেন, ‘তারা প্রতিষ্ঠানের কর্মীদের কথা শোনার জন্য কার্যকর ফিডব্যাকের ব্যবস্থা রেখেছে। এছাড়া কর্মীদের প্রয়োজনীয়তাও তাদের সাধ্যমত মেটানোর চেষ্টা করা হয়।’

১০. স্পেনসার র‌্যাসকফ
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান জিলোর সিইও হিসেবে কর্মরত রয়েছেন স্পেনসার র‌্যাসকফ। তার সিইও অ্যাপ্রোভাল রেটিং ৯৪ শতাংশ, যা তার জনপ্রিয়তাকেই প্রকাশ করে।
এ প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, ‘আমাকে কখনোই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য, সংস্কৃতি, বেনিফিট, অবস্থান, লিডারশিপ ও সুযোগ নিয়ে প্রশ্ন করতে হয়নি। এ প্রতিষ্ঠানে সবকিছুই হাতে থাকে। এ প্রতিষ্ঠানটি আমার কাজ করা সেরা প্রতিষ্ঠান।’
 
^
^
সিইও, বিশ্বের গুরুত্বপূর্ণ সিইও, পৃ‌থিবীর শীর্ষ সিইও, প্রথম সা‌রির সিইও

No comments:

Post a Comment