কম পুঁ‌জি‌তে কাপড় সেলাই ব্যবসায় অ‌ধিক লাভ

সাধারণ ভাবে পোশাক বলতে সেলাই করা কাপড়কেই বুঝানো হয়ে থাকে। বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সৌখিন নারী-পুরুষেরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরার প্রতি আগ্রহী। তাই পোশাক কেনার পাশাপাশি তারা দর্জির কাছ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী মাপ ও ডিজাইন দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে নেয়। এ কারণে কাপড় সেলাই বা দর্জির চাহিদা সব সময়ই থাকে। কাপড় সেলাই শুরুর আগে দক্ষতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। তাই কাপড় কাটা ও সেলাইয়ে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে হবে।
পোশাক/বস্ত্র হচ্ছে আমাদের মৌলিক
চাহিদার মধ্যে অন্যতম। আমরা যে সব পোশাক পরিধান করি, তার বেশির ভাগই কেটে সেলাই করা। সাধারণভাবে পোশাক বলতে সেলাই করা কাপড়কেই বুঝানো হয়ে থাকে। বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সৌখিন নারী-পুরুষেরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরার প্রতি আগ্রহী। তাই পোশাক কেনার পাশাপাশি তারা দর্জির কাছ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী মাপ ও ডিজাইন দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে নেয়। এ কারণে কাপড় সেলাই বা দর্জির চাহিদা সব সময়ই থাকে। পোশাক তৈরি একটা শিল্প এবং এই পেশায় নিয়োজিত শিল্পীদেরকে দর্জি বলা হয়। আমাদের দেশে অন্যান্য বড় শিল্পের মধ্যে পোষাক শিল্প অন্যতম।

পোশাক তৈ‌রির বাজার সম্ভাবনা
অন্যের অর্ডার অনুযায়ী পোশাক তৈরি করে দিয়ে তার বিনিময়ে মজুরি নেওয়া যায়। এছাড়া তৈরি পোশাক বিক্রয় করেও আয় করা যায়। আমাদের দেশে অন্যান্য বড় শিল্পের মধ্যে পোষাক শিল্প অন্যতম। পোশাক তৈরির কৌশল শেখার মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করে আয় করা সম্ভব।

পোশাক তৈ‌রি বা সেলাই ব্যবসার মূলধন
কাপড় সেলাইয়ের জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে আনুমানিক ৫১২৫-৫৪৯২ টাকার প্রয়োজন হবে।
এছাড়া কাপড় সেলাইয়ের জন্য প্রাথমিকভাবে কাঁচামাল কেনার জন্য ৩১ থেকে ৩৯ টাকার প্রয়োজন হবে।
দোকান করতে ঘর ভাড়া নেওয়ার জন্য আলাদা টাকার প্রয়োজন হবে।
দোকান ঘরের ভাড়া স্থানভেদে কম বেশি হয়।
যদি ব্যক্তিগত পূঁজি না থাকে তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকট আত্মীয়স্বজন, ঋণদানকারী ব্যাংক(সোনালী ব্যাংক, জনতা ব্যাংক , রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক) বা বেসরকারি প্রতিষ্ঠানের (আশা, গ্রামীণ ব্যাংক, ব্রাক, প্রশিকা) সাথে যোগাযোগ করা যেতে পারে।
এসব সরকারি, বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে।

কাপড় সেলাই প্রশিক্ষণ
কাপড় সেলাই শুরুর আগে দক্ষতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। তাই কাপড় কাটা ও সেলাইয়ে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিতে হবে। অভিজ্ঞ কারও সহকারী হিসেবে কিছুদিন কাজ করার মধ্য দিয়েও হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
এছাড়া বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ শাখায় যোগাযোগ করে অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেওয়া সম্ভব।

প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
ক্রমানুসা‌রে, স্থায়ী উপকরণঃ
১: উপকরণ
৩: পরিমাণ
৩: আনুমানিক মূল্য (টাকা)
৪: প্রাপ্তিস্থান
১:১ সেলাই মেশিন (পা চালিত)
২:২ ১টা
৩:৩ ৪৫০০-৪৮০০
৪:৪ সেলাই মেশিন বিক্রয়ের শোরুম
১:১ কাঁচি
২:২ ১টা
৩:৩ ৯০-১০০
৪:৪ সুতা বোতামের দোকান
১:১ গজ ফিতা
২:২ ১টা
৩:৩ ১০-১২
৪:৪ সুতা বোতামের দোকান
১:১ সেপ স্কেল
২:২ ১টা
৩:৩ ২৫-৩০
৪:৪ সুতা বোতামের দোকান
১:১ ইস্ত্রি
২:২ ১টা
৩:৩ ৫০০-৫৫০
৪:৪  বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান
মোট=৫১২৫-৫৪৯২ টাকা

কাঁচামাল (৫ সেট সালোয়ার কামিজ তৈরির জন্য)
১: উপকরণ
২: পরিমাণ
৩: আনুমানিক মূল্য (টাকা)
৪: প্রাপ্তিস্থান
১:১ সুতা
২:২ ২টা কাটিম
৩:৩ ৮-১০
৪:৪ সুতা বোতামের দোকান
১:১ সুচ
২:২ ৬টি
৩:৩ ৮-১০
৪:৪ সুতা বোতামের দোকান
১:১ বোতাম বা হুক
২:২ এক প্যাকেট
৩:৩ ১০-১২
৪:৪ সুতা বোতামের দোকান
১:১ টেইলার্স চক
২:২ একটি
৩:৩ ৫-৭
৪:৪ সুতা বোতামের দোকান
মোট=৩১-৩৯ টাকা

কাপড় সেলাইয়ের নিয়ম
১. কাপড় সেলাইয়ের আগে জরুরি কিছু বিষয় সম্পর্কে জানতে হবে।
ক. সঠিকভাবে মাপ নেওয়া ও
খ. মাপ মতো কাপড় কাটা।
কাপড় কাটার জন্য মাপের হিসাব জানতে হবে। যেমন-কাপড়ের লম্বা ও চওড়া মাপার জন্য মিটার গজ, ফুট, ইঞ্চি ও গিরা ব্যবহার করা হয়। মাপ নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন কোন অংশের মাপ নিতে হবে।
২. কাপড় সেলাই করার আগে প্রথমে যে পোশাক তৈরি করা হবে তার মাপ জানতে হবে। তারপর সেই মাপ অনুযায়ী কাপড়ে রঙিন চক দিয়ে দাগ দিতে হবে। কাপড় মেপে দাগ দেওয়ার সময় কিছু কাপড় বেশি রাখতে হয়। সেটা সেলাই এর ভেতরে থাকে। কোন পোশাকের জন্য কতটুকু কাপড় বেশি কাটতে হবে তা নির্ভর করে পোশাকের ধরণের উপর।
৩. কাপড় মেপে দাগ দেওয়ার পর কাপড় কাটতে হবে।
৪. তারপর সেই মাপ অনুযায়ী কাপড় সেলাই করতে হবে। পোশাকের অনেক জায়গায় জোড়া দিতে হবে। আবার অনেক জায়গায় ভাঁজ করে সেলাই করতে হবে।
৫. সেলাই করা হলে সেলাই এর জায়গাগুলো ইস্ত্রি করে সমান করতে হবে।

সাবধানতা
সঠিকভাবে মাপ নিতে হবে এবং কাপড় কাটতে হবে।
কাপড় নিখুঁতভাবে সেলাই করতে হবে।

আয় ও লাভের হিসাব
মোট খরচ
৫ সেট সালোয়ার কামিজ তৈরি করতে কাঁচামাল বাবদ খরচ
৩১-৩৯ টাকা
স্থায়ী জিনিসের অবচয় (ক্ষতি) বাবদ খরচ         
১০-১৫ টাকা
যাতায়াত ও অন্যান্য খরচ
৮০-১০০ টাকা
৫ সেট সালোয়ার কামিজ তৈরি করতে মোট খরচ
১২১-১৫৪ টাকা

আয় ও লাভের পরিমাণ
প্রতিসেট সালোয়ার কামিজ এর মজুরি ১০০-১১০ টাকা হলে,
৫ সেট সালোয়ার কামিজ তৈরি করে মজুরি নেওয়া যাবে
৫০০-৫৫০ টাকা
৫ সেট সালোয়ার কামিজ তৈরি করতে কাঁচামাল ও অন্যান্য খরচ
১২১-১৫৪ টাকা
৫ সেট সালোয়ার কামিজ বিক্রয় করে মোট লাভ
৩৭৯-৩৯৬ টাকা
এছাড়া বিনিয়োগ ও বিক্রয়ের উপর লাভ-ক্ষতি নির্ভর করে। অনেক সময় জিনিসপত্রের দাম উঠানামা করে। তাই এ ক্ষেত্রে হিসাব শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। সেক্ষেত্রে লাভের পরিমাণ কমবেশি হতে পারে।
এভাবে ১০ সেট সালোয়ার কামিজ তৈরি করলে দ্বিগুণ লাভ হবে। যত বেশি কাপড় সেলাই করা যাবে তত বেশি মজুরি পাওয়া যাবে এবং বেশি লাভ হবে।
© তথ্য আপা

^
^
'কাপড় সেলাই' । পোশাক সেলাই ব্যবসা, 'কাপড় কাটা' । দর‌জি, কাপড় সেলাই ব্যবসা, #দ‌র্জি, #কাপড়-সেলাই/ দর্জি

1 comment:

  1. এগুলো কিভাবে কোন জায়গা থেকে নিব আমি করতে চাই

    ReplyDelete