বিশ্বের বেশিরভাগ দেশেই নিষিদ্ধ গাঁজা বা মারিজুয়ানা৷ কিন্তু এবার এই গাঁজার অংশীদারি ব্যবসায় জুড়তে চলেছে জনপ্রিয় আন্তর্জাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট৷
এবার গাঁজার ব্যবসায় পাকাপাকিভাবে নাম লেখাতে চলেছে এই সফ্টওয়্যার সংস্থা৷ প্রচলিত সামাজিক নিয়মকে ভেঙে মাইক্রোসফটের এই পদক্ষেপ অবাক করছে গোটা বিশ্বকে৷
বিশ্বের ২৫টি দেশে মারিজুয়ানা বৈধ৷ এই দেশগুলিতেই গাঁজার ব্যবসা এবং মার্কেটিং স্ট্র্যাটেজিকে উন্নত করার দায়িত্ব নিতে চলেছে মাইক্রোসফট৷ গত মঙ্গলবারই এই সংস্থার তরফে চুক্তি সাক্ষর করা হয়৷ লস এঞ্জেলসে গাঁজা চাষ থেকে শুরু করে গাঁজা পাতা এবং বীজ উৎপাদন- সবকিছুর সঠিক খবরাখবর গাঁজা-ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেই এই নয়া উদ্যোগ নিল মাইক্রোসফ্ট৷
যদিও এই বহুজাতিক সংস্থাটি প্রত্যক্ষভাবে গাঁজা বিক্রি করছে না বলে জানিয়েছে!
No comments:
Post a Comment