পবিত্র রমজান মাসে রোজা রেখে তেল, সুরমা ও সুগন্ধির ব্যবহার করা যায়। তবে তা ইসলামি শরিয়ার ভিত্তিতে ১০০% হালাল উপাদান দ্বারা তৈরি হতে হবে।
রোজা অবস্থায় দিনের বেলায় প্রয়োজনে তেল, সুরমা ও সুগন্ধি ব্যবহার করা যায়। এতে রোজার কোনো ক্ষতি হয় না। মাথায়, চোখে, মুখে, কানে, নাকে বা শরীরের যেকোনো জায়গায় তেল ব্যবহারের একই বিধান। তবে রোজায় বা রমজানের বাইরে পুরুষদের রাতের বেলায় শোয়ার আগে সুরমা ব্যবহার করা সুন্নত; দিনের বেলায় সুরমা ব্যবহার করা পুরুষের জন্য সব সময়ই মাকরুহ।
নারীরা দিনে বা রাতে সব সময় সুরমা ব্যবহার করতে পারবেন।
রোজা অবস্থায় দিনের বেলায় প্রয়োজনে তেল, সুরমা ও সুগন্ধি ব্যবহার করা যায়। এতে রোজার কোনো ক্ষতি হয় না। মাথায়, চোখে, মুখে, কানে, নাকে বা শরীরের যেকোনো জায়গায় তেল ব্যবহারের একই বিধান। তবে রোজায় বা রমজানের বাইরে পুরুষদের রাতের বেলায় শোয়ার আগে সুরমা ব্যবহার করা সুন্নত; দিনের বেলায় সুরমা ব্যবহার করা পুরুষের জন্য সব সময়ই মাকরুহ।
নারীরা দিনে বা রাতে সব সময় সুরমা ব্যবহার করতে পারবেন।
No comments:
Post a Comment