ওয়াস‌ফিয়া নাজরীনের জন্য ভোট চাই‌লেন মাশরা‌ফি

বংলাদেশের নারী এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীনের জন্য ভোট চেয়েছেন সীমিত ওভারে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ন্যাশনাল জিওগ্রাফির টুইট চ্যাটের অতিথি হিসেবে ওয়াসফিয়াকে সুযোগ করে দিতে এই কার্যক্রম।

ন্যাশনাল জিওগ্রাফির ‘উদীয়মান অভিযাত্রী-২০১৬’ এর একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়াসফিয়া, খবরটি পুরনো। নতুন খব হলো, আগামী ১৭ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার চ্যাটে তাকে আমন্ত্রণ জানাতে পারে ন্যাশনাল জিওগ্রাফি। কিন্তু তার জন্য ভোটে জিততে হবে।

তিনজনের মধ্যে একজন ওয়াসফিয়া। ভোটের মাধ্যমে যেকোন একজন সুযোগ পাবেন। আশা দে ভোস, তিনি কিনা কথা বলতে পারেন নীল তিনি এবং সাগর সংরক্ষণ প্রসঙ্গে। জেদিদাহ ইসলার কথা বলতে পারেন মহাকাশের সবচেয়ে বড় রহস্যগুলো নিয়ে। আর ওয়াসফিয়া কথা বলবেন পর্বতারোহণ, মনোযোগ এবং নারী শিক্ষা নিয়ে।

এর মধ্যে একজন মাত্র সুযোগ পাবেন। তিনি ভোটে জয়ী হওয়ার মাধ্যমেই। মাশরাফি তাই নিজের ভেরিফাইড পেজে লিখেছেন, ‘আপনার মূল্যবান ভোটটি দিন। ন্যাশনাল জিওগ্রাফির টুইট চ্যাট এ বাংলাদেশের ওয়াসফিয়া নাজরীনকে শুনতে চাইলে,
---এই লিংকে---
গিয়ে আপনার পছন্দের ভোটটি দিন!’

এই লিঙ্কে গিয়ে কোন প্রকার রে‌জি‌ষ্ট্রেশন ছাড়াই নিচের দিকের তিনটি অপশনের, এই অপশ‌নে- 'Mountaineering, mindfulness and women's education with Wasfia Nazreen' ক্লিক করে ভোট দিতে পারবেন।

No comments:

Post a Comment