পৃথিবীর অনেক দেশেই নারীরা একেবারেই সুরক্ষিত নন। বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে তারা প্রতিনিয়তই অপদস্থ হচ্ছে। প্রতি মুহূর্তে সেখানে মেয়েরা লিঙ্গ বৈষম্য, কন্যাভ্রূণ হত্যা, গৃহ হিংসা, ধর্ষণের মতো ঘটনার শিকার হচ্ছে।
নির্যাতনের দিক থেকে শীর্ষে থাকা ১০টির মধ্যে ৬টিই অমুসলিম, ৪টি মুসলিম। অমুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, কঙ্গো, মেক্সিকো, থাইল্যান্ড, কলম্বিয়া। আর মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, মিসর, সোমালিয়া।
পাকিস্তান :
নারীদের ভয়াবহ অবস্থা পাকিস্তানে। পাথর ছুঁড়ে হত্যা, অ্যাসিড আক্রমণ, অনার কিলিংয়ের মতো ঘটনা এখানে সবচেয়ে বেশি।
ব্রাজিল :
ব্রাজিলে প্রতি ১৫ সেকেন্ডে একজন করে নারী নিগৃহীতা ও খুন হন।
সোমালিয়া :
আফ্রিকার এই দেশটির ৯৫ শতাংশ মেয়ের ৪ থেকে ১১ বছরের মধ্যে যৌনাঙ্গে অঙ্গহানি (FGM) করা হয়। বাল্যবিবাহ, যৌন নিগ্রহ এখানে আকছার ঘটে।
কঙ্গো :
প্রতিদিন এখানে ১,১৫০ জন নারী যৌন হেনস্থার শিকার হয়।
আফগানিস্তান :
প্রতি লাখে এখানে ৪০০ জন করে মেয়ে বা নারীর মৃত্যু হয় অত্যাচারে ও নিগ্রহের ফলে।
মেক্সিকো :
এই দেশেও নারীদের গৃহ হিংসা, যৌন নির্যাতন থেকে বাঁচাতে কোনো আইন নেই।
মিসর :
এই দেশে মেয়েরা নির্যাতনে শিকার হয় ঘরে-বাইরে, কিন্তু কোনো বিচার পায় না।
কলোম্বিয়া :
লিঙ্গ বৈষম্যের কারণে হিংসার ঘটনা এখানে সর্বাধিক।
ভারত :
গণধর্ষণ, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ হত্যা এখানে নিত্য ঘটনা।
থাইল্যান্ড :
একদিকে যেমন বিখ্যাত পর্যটন কেন্দ্র, তেমনই দেহব্যবসার রমরমা। লিঙ্গ বৈষম্য, যৌন হেনস্থার মতো ঘটনা এখানে প্রায় রোজ ঘটে।
No comments:
Post a Comment