রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে সোনা জিতেছেন এক বাংলাদেশি বংশোদ্ভুত অ্যাথলেট। তিনি কে?

রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে একক অল অ্যারাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত রুশ জিমন্যাস্ট 'বাংলার বাঘিনী' বা ‘বঙ্গ-রাশিয়ান কন্যা’।  
বঙ্গ-রাশিয়ান কন্যা ইতিমধ্যেই দখল করে নিয়েছেন রিদমিক জিমন্যাস্টিকসের বিশ্ব রেকর্ড। এবার অলিম্পিকেও বঙ্গ-রাশিয়ান কন্যা- মার্গারিটা মামুন স্বর্ণ জয় করেন ৭৪.৩৮৩ পয়েন্ট নিয়ে। স্বদেশি কুদরাভসেভা রুপা জিতেছেন ৭৩.৯৯৮ পয়েন্ট নিয়ে। প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের গানা রিজাতদিনোভা ৭৩.৯৩২ পয়েন্ট করে।


রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে সোনা জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত অ্যাথলেট মার্গারিটা মামুন।

No comments:

Post a Comment