সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক হাই জাম্প সোনা জয়ের রেকর্ড কোন দেশের নারীর?

১.৯৭ মিটার পার হয়ে অলিম্পিকের সোনা জিতলেন ২০১৬ রিও অলিম্পিকের মধ্য বয়সী নারী রুথ বেইতিয়া। বাংলাদেশের রবিবার রিওতে তার পেছনে থেকে হাই জাম্পের রুপার পদক পেয়েছেন বুলগেরিয়ার ২৬ বছরের মিরেলা দেমিরেভার। আর ব্রোঞ্জ পেয়েছেন ক্রোয়েশিয়ার ৩২ বছর বয়সী ব্লাঙ্কা ভ্লাসিকের।
৩৭ বছর বয়সেই স্পেনের রুথ বেইতিয়া অলিম্পিকে নারীদের হাই জাম্পের সোনা জয়ের কৃতিত্ব গড়লেন। নিজের নাম ইতিহাসের পাতায় লেখা এবং অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে জাম্পিং ইভেন্টের সোনা জয়ের রেকর্ডটা এখন রুথ বেইতিয়ার।

সবচেয়ে বেশি বয়সে অলিম্পিক হাই জাম্প সোনা জয়ের রেকর্ড স্পেনের নারী রুথ বেইতিয়ার।

No comments:

Post a Comment