অলিম্পিক ইতিহাসে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে কয়বার সোনা জিতেছে যুক্তরাষ্ট্র?

১৯৮৪ সাল থেকে অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার হার্ডলস। পাঁচবার এই ইভেন্টে আমেরিকা রুপা জিতেছে। কিন্তু সোনা ছিল প্রতিবারই অধরা। রিও অলিম্পিকে সেই দাবি পূরণ করলো আমেরিকান মুসলিম নারী ডালিলাহ মুহাম্মদ। তার নামের পাশে এখন অলিম্পিক চ্যাম্পিয়ন।
২০১৬ রিও অলিম্পিকে হার্ডলস ইভেন্টে আমেরিকানদের ইতিহাসে 'প্রথম' হওয়ার রেকর্ডটা গড়লেন ডালিলাহ মুহাম্মদ। শুক্রবার রিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসের সোনা জিতেছেন মুহাম্মদ। এবং তা প্রথম আমেরিকান হিসেবে। ৫৩.১৩ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছেন মুহাম্মদ। ডেনমার্কের সারা স্কট পিটারসেন ৫৩.৫৫ সেকেন্ডে পেয়েছেন রুপা। ডালিয়াহর টিমমেট অ্যাশলে স্পেন্সার ব্রোঞ্জ জিতেছে ৫৩.৭২ সেকেন্ডে।


অলিম্পিক ইতিহাসে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে কয়বার সোনা জিতেছে যুক্তরাষ্ট্র?
১ বার (রিও- ২০১৬)।

No comments:

Post a Comment