চলমান রিও অলিম্পিকে কয়েকজন ক্রীড়াবিদ আছেন, যারা এখনও কোন স্বর্ণপদক না জিতলেও শুধুমাত্র নিজেদের বয়স দিয়ে সবার নজর কেড়েছেন। একজন এই আসরের সবচেয়ে কম বয়সী প্রতিযোগী, গৌরিকা সিং। নেপালী এই সাঁতারুর বয়স মাত্র ১৩!
দ্বিতীয়জন হচ্ছে কনক ঝা। ভারতীয় বংশোদ্ভূত এই টেবিল টেনিস খেলোয়াড়ের বয়স মাত্র ১৬! ছেলেদের মধ্যে সবচেয়ে কমবয়সী প্রতিযোগী।
আরেকজন অস্ট্রেলিয়ান অশ্বারোহী ফিলিপ ডাটন, যার বয়স ৫২! চলমান রিও অলিম্পিকে ফিলিপ বোঞ্জপদক লাভ করেছেন।
২০১৬ রিও অলিম্পিক আসরের সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে অস্ট্রেলিয়ান অশ্বারোহী মেরি হান্নার বয়স ৬১।
রিও অলিম্পিকের সবচেয়ে বেশি বয়সী হিসেবে পদক জিতেছেন কোন দেশের অ্যাথলেট?
অস্ট্রেলিয়ান অশ্বারোহী ফিলিপ ডাটন, যার বয়স ৫২ এবং ২০১৬ রিও অলিম্পিকে ফিলিপ বোঞ্জপদক লাভ করেছেন।
No comments:
Post a Comment