কানাডার ২৬ বছরের ডেরেক ২০১২ লন্ডন অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ। হাই জাম্পে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও। রিওতে ছয় লাফের প্রতিটি হয়েছে পারফেক্ট। তাতে ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ডানকান ম্যাকনটনের পর আবার অলিম্পিক হাই জাম্পের সোনা জিতলো কানাডা। ডেরেক সোনা জিতেছেন এই মৌসুমে তার সেরা ২.৩৮ মিটার লাফিয়ে।
রিও অলিম্পিকের আগে শেষবার কোন অলিম্পিকে পুরুষ হাই জাম্পের সোনা জিতেছিল কানাডা?
১৯৩২ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ডানকান ম্যাকনটন স্বর্ণ জিতেছিলো।
No comments:
Post a Comment