পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি ?

পাস‌পো‌র্টের গুরুত্ব ক‌তো বে‌শি; তা একমাত্র পাস‌পোর্টধারীরাই বু‌ঝে। এ‌টি আরও বে‌শি ক‌রে উপল‌ব্ধি হয়, যখন পাস‌পোর্ট হা‌তে পে‌য়েও তা হা‌রি‌য়ে যায়। কোন কার‌ণে য‌দি পাস‌পোর্ট হা‌রি‌য়ে যায়, তাহ‌লে পাসর্পোট ছাড়া কিভাবে বি‌দেশ যাবে ? পাস‌পোর্ট ছাড়া কি করবে, কোথায় যাবে ? দিশেহারা আর বিড়ম্বনার মধ্যে পড়া ছাড়া কোন সদুত্তর থা‌কে না।

ত‌বে আশার কথা হ‌লো, অসতর্কতা বশত: পাসর্পোট য‌দি হারিয়ে যায় তাহ‌লে দুশ্চিন্তা বা দিশেহারা হওয়ার কোন কারন নেই। চলুন জেনে নেই, পাসর্পোট হারি‌য়ে গে‌লে করণীয় বা কি করবেন-

* পাসপোর্ট হারিয়ে গেলে দ্রুততম সময়ে নিকটস্থ থানায় 'সাধারণ ডায়েরী (জিডি)' করতে হবে।
* জি‌ডি করার পর সাধারণ ডায়েরীর মূলকপি এবং সঙ্গে গ্রাহকের এক কপি পাসপোর্ট সাইজ ও
এক কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ আবেদন করতে হবে।
* আবেদন ফরম মিলবে পাসপোর্ট অফিসে।
* সম্ভব হলে মূল পাসপোর্টের ফটোকপিও যুক্ত করুন। এরপর পাসপোর্টধারীর পুরনো রেকর্ড ও অনুকূল পুলিশ প্রতিবেদন পাওয়া গেলে নতুন পাসপোর্ট ইস্যু করা হয়।
* জরুরী ভিত্তিতে নতুন পাসপোর্ট পেতে খরচ করতে হবে তিন হাজার টাকা। পাওয়া যাবে ৭২ ঘণ্টার মধ্যে।
* সাধারণ ভিত্তিতে নতুন পাসপোর্টের ফি লাগবে দুই হাজার টাকা। পাসপোর্ট পাওয়া যাবে সাত দিনের মধ্যেই।

সুতরাং দেরি না করে রিনিউ করে নিন নিজের পাসপোর্টটি। যাতে জরুরী সময়ে পাসপোর্ট তৈরির দৌড়ে নেমে কোনো ক্ষতি
হয়ে না যায়।

@my-bd-passport-lost, পাসপোর্ট হারালে যা করবেন- bangladeshi passport, #passport

1 comment:

  1. হারিয়ে যাওয়া পাসপোর্টের কি অনলাইনে আবেদন করা যাবে

    ReplyDelete