১২০ বছরের অলিম্পিক ইতিহাসে নারী জিমন্যাস্ট হিসেবে এক আসরে সর্বোচ্চ চারটি স্বর্ণ জয়ের রেকর্ড ছুঁয়েছেন ৫জন। একই অলিম্পিক গেমসে চারটি সোনা জেতার অনন্য রেকর্ড গড়া পাঁচজন নারী জিমন্যাস্টের নামঃ
১. সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (১৯৫৬, মেলবোর্ন),
২. হাঙ্গেরির আগনেস কেলেতি (১৯৫৬, মেলবোর্ন),
৩. চেক রিপাবলিকের ভেরা চাসলাভস্কা (১৯৬৮, মেক্সিকো)
৪. রোমানিয়ার একাতেরিনা সাবো (১৯৮৪, লস অ্যাঞ্জেলস)
৫. যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস (২০১৬, রিও)।
মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সেরার আসনে বসেন তিনি।
No comments:
Post a Comment