ফরেক্সে ইকোনমিক ক্যালেন্ডার এনালাইসিস - Economic Calendar Analysis

নিউজ ট্রেডিং নিয়ে যদিও প্রাথমিক আলোচনা আগেও করেছি, তারপরও নতুন অনেকে বারবার বলছে নিউজ ট্রেডিং এর জন্য ইকোনমিক ক্যালেন্ডার রিডিং এর বিষয়টা নিয়ে যাতে একটু আলোচনা করি, তাই যারা এখন পর্যন্ত ক্যালেন্ডার নিউজ ইমপ্যাক্ট এনালাইসিস করতে পারেন না পোস্টটি বিশেষ করে তাদের জন্য গুরুত্তপুর্ন বলে মনে করছি। 

ইকোনমিক ক্যালেন্ডার এনালাইসিসঃ
নিউজ হল বিভিন্ন ঘটনা নির্ণয়ে মার্কেট মুভিং এর সম্ভাব্য প্রতিফলন বা ফলাফল তথ্য । এই ক্যালেন্ডারে সময় অনুযায়ী নির্দিষ্ট কোন ইভেন্টের ইফেক্ট কি হয় এবং হতে পারে তার একটি রিপোর্ট প্রদান করে। যা দেখে ট্রেডাররা বুঝতে পারে যে পরবর্তী মার্কেট ট্রেন্ড কি হতে পারে এবং সে অনুযায়ী তারা মার্কেটে প্রবেশ করে। এই ক্যালেন্ডারে সময় সময়ের বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্টের ফোরকাস্ট করা হয়।

ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা, এই ডাটায়
পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ফিউচার মার্কেট মুভমেন্ট এর একটি ফোরকাস্ট প্রদান করা হয় ।

ইকোনমিক ক্যালেন্ডারের মূল পয়েন্টগুলো হলঃ

Date — Time — Currency — Data Released — Actual — Forecast — Previous
কিভাবে ইকোনমিক ক্যালেন্ডার রীড করবেন ?
আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড শুরু করতে যাচ্ছেন সে সময়ে  ঐ কারেন্সির কোন হাই ইম্পেক্ট  নিউজ আছে কিনা, একচুয়াল নিউজ রিলিসের সময় মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে। আর মার্কেট ভলাটিলিটি স্ট্রেনথ নির্ভর করে রিলিস নিউজটি কতটা চমকপ্রদ তার উপর। ততক্ষণ পর্যন্ত ঐ নিউজটি চমকপ্রদ থাকে(Factor of Surprised) যেখানে ট্রেডাররা একচুয়াল রিলিস ডাটার সাথে ফোরকাস্ট কমপেয়ার করে। মিডিয়াম ইমপেক্ট ডাটা একটি হাই ইম্পেক্টে যাওয়া পর্যন্ত বিবেচনায় রাখতে পারেন। এবং বেশির ভাগ সময়ে লো ইম্পেক্ট ডাটা ফরেক্স মার্কেটে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন করে না। 
Previous: ফরেক্স ক্যালেন্ডারের প্রিভিয়াস কলাম লাস্ট রিলিস ডাটা প্রকাশ করে।
Forecast: ডাটা নির্দেশ করে ইকোনমিস্টসদের মার্কেট প্রিডিকশনে আজকের মার্কেট মুভমেন্ট বা মার্কেট ইম্পকেট রেইট কেমন।
Actual: বং সর্বশেষ একচুয়াল ডাটা আপডেট করা হয়। নিউজ রিলিসের সাথে সাথে মুহূর্তের মধ্যে ফোরকাস্ট ভেলুর সাথে কম্পেয়ার করা হয়। তারপর উক্ত ডাটার পজেটিভনেস এবং নেগেটিভনেস বিচার করে কোন কারেন্সিকে কতটুকু ইম্পেক্ট করছে তা নিশিত করা হয়। এবং ফাইনালি ট্রেডাররা যে যার এনালাইসিস এবং অভিজ্ঞতা দিয়ে সেই ইকোনমিক ডাটা নিয়ে ট্রেডে প্রবেশ করে ।
চলুন এইবার একটি ইকোনমিক ক্যালেন্ডার দেখি কিভাবে আপনি এই ক্যালেন্ডার এর মাধ্যমে মার্কেট পাওয়ার বুঝবেন এবং এতক্ষণের আলোচনার বাস্তব প্রমান দেখবেন।  উদহারন হিসেবে আমি  www.forexfactory.com ব্যবহার করছি কারন এই সাইটটিতে ডাটা প্রেজেন্টেশন খুব সুন্দর ভাবে করা হয়েছে সাথে অনন্যা সুবিধাও সাইটটিকে করেছে আরো ইফেক্টিভ।
সাইটে প্রবেশ করে ক্যালেন্ডার ট্যাব ক্লিক করলে নিচের চিত্রটি দেখবেন। 
economic-calendar.thumb.jpg.f566f3c3908b

ডেইট এবং টাইম অনুসারে ঐ দিনের কারেন্সি ইমপ্যাক্ট টাইটেলড করা হয়েছে ডিটেইলস, একচুয়াল, ফোরকাস্ট, প্রিভিয়াস এবং গ্রাফ আর মাধ্যমে। তার আগে আপনাকে আপনার কম্পিউটারের ঘড়ির সাথে এই ওয়েব সাইটের ঘড়ির টাইমটা সেট করে নিতে হবে যাতে করে আপনি যে রিজিওন এ আছেন সেই রিজিওন আর টাইম অনুসারে নিউজগুলো পান, সে জন্য উপরের অংশে টাইমে সিলেক্ট করুন। 

economic-time-adjustment.thumb.jpg.e6807
এরপর , বাংলাদেশের সাথে সময় মেলানোর জন্য Almaty, Dhaka, Colombo
Time-sync.thumb.jpg.ea0e6f4a68b28e06aefb

টাইমজোন থেকে বাংলাদেশ টাইমজোন অর্থাৎ GMT+6 সিলেক্ট করুন এবং DST অফ করে Save Changes এ ক্লিক করে আবার ক্যালেন্ডারে চলে আসুন।
আপনি যখন ক্যালেন্ডারে প্রবেশ করবেন তখনকার সময়ের বা তার পরবর্তী যে কারেন্সিতে কোন ইমপ্যাক্ট থাকবে তা Impact  কলামে ৩টি ভিন্ন কালার আর মাধ্যমে প্রকাশ করবে। যেমনঃ 

 RED Color = High Impact
 Light Orange Color = Medium Impact
 Yellow Color = Low Impact
অর্থাৎ ঐ সময়ে মার্কেট নিউজ প্রকাশের উপর তিনটি ভিন্ন ভিন্ন কালার তিন লেভেলের ইমপ্যাক্ট এর আশা করছে । তাহলে আপনি যে কারেন্সি নিয়ে ট্রেড করার আশা করছেন তার ইমপ্যাক্ট কি তার ডিটেইলস দেখে নিয়ে ট্রেড করতে পারেন। কারেন্সি ইমপ্যাক্ট ডিটেইলস এর জন্য ঐ কারেন্সির Open Details এ ক্লিক করুন। নিচের চিত্রের মত আসবে... 
economic-news.thumb.jpg.c395e682b9023fd3

এখানে ঐ কারেন্সির বিভিন্ন ফ্লো ডিটেইলস ইনফরমেশন দেখাচ্ছে এবং খেয়াল করুন, Usual Effect কলামে একটি মেজারমেন্ট দেখাচ্ছে, Actual >  forecast = Good for Currency; এর মানে হল ফোরকাস্ট ভেলুর চেয়ে যদি Actual বেশি হয় তাহলে তা ঐ কারেন্সির জন্য ভালো, এইভাবে কিছু কারেন্সি দেখবেন Actual <  forecast = Good for Currency; তারমানে হল এই নিউজে যে কারেন্সিকে ইন্ডিকেট করা হয়েছে সেই কারেন্সিটির forecast এর চেয়ে Actual কম হল কারেন্সির জন্য ভালো। আর কারেন্সিটির ভালো বলতে ঐ কারেন্সিটি ঐ বায় বায় পজেটিভ মানে বায় ট্রেড করলে প্রফিট হবে। ঠিক বিপরীত ভাবে যখন কন্ডিশন্টি মিথ্যা হয়ে যাবে, যেমন Actual >  forecast = Good for Currency; কিন্তু উক্ত নিউজে Actual ভ্যালু  forecast  চেয়ে কম এসেছে তাহলে উক্ত কন্ডিশন্টি সত্যি হয়নি তারমানে ঐ কারেন্সিটি এখন আর বায় ট্রেডের জন্য ভালো নয়, কারেন্সিটি এখন সেল ট্রেডের জন্য ভালো।  

এইবার নিচের চিত্রটি খেয়াল করুন।
news-impact.thumb.png.df4ad80aaf09309b97

ঊপেরের NZD নিউজটি দেখুন কন্ডিশন দেওয়া আছে, Actual > Forecast = Good for currency; যখন NZD কারেন্সিতে যখন নিউজটি প্রকাশ হয় তখন Forecast করা হয়েছিল 105M এবং নিউজ পাবলিশ এর পর দেখা গেল Actual এসেছে 123M তার মানে এই নিউজে NZD কারেন্সির জন্য যে রুপ আশা করা হয়েছিল তাই হয়েছেঅর্থাৎ Actual ভেলু Forecast এর চেয়ে বেশি এসেছে, কন্ডিশন্টি সত্যি হয়েছে তাই তখন NZD/USD সহ অনন্যা NZD কারেন্সি গুলো বায় ট্রেড ভালো করেছে।

ফরেক্স ব্রোকার সহ ফরেক্স বিষয়ক ভিবিন্ন ওয়েবসাইটে নানামুখী ফরেক্স ইনফরমেশন পাওয়া যায় সেইজন্য প্রয়োজন নিয়মিত ভাবে ঐ সব সাইট ভিজিট করা এবং বিষয়গুলো ভালোভাবে পড়া। যাহোক এখন তেমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বেসিস এনালাইসিসে Daily ফোরকাস্ট সহ Weekly ফোরকাস্ট এর মাধ্যমে আপনাকে সব সময় ফরেক্স মার্কেট এর সাথে আপডেট রাখবে।
www.forexcrunch.com  এ গিয়ে Daily মেন্যু থেকে EUR/USD Daily ক্লিক করুন।
এখানে একনজরে প্রথমে একটি বেসিক ব্রিফিং সহ, আলাদা ভাবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস রিপোর্ট পাবেন। অর্থাৎ টেকনিক্যাল টার্মে ঐ কারেন্সির পরবর্তী মুভমেন্ট লেভেল গুলোর আগাম গতিবিধি নির্ধারণ করে তার ভেলু গুলো দেওয়া হয়েছে চার্ট এর মাধ্যমে।
ফান্ডামেন্টাল এনালাইসিসে টাইম অনুসারে নিউজ Cause সহ এর সম্ভব্য ইমপ্যাক্ট ভেলু ফোরকাস্ট করা হয়েছে।
এবং সবশেষে ঐ কারেন্সি সম্পর্কে পরবর্তী ভিবিন্ন নিউজ ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে যা ঐ কারেন্সির পরবর্তী মার্কেট মুভমেন্ট সম্পর্কে আপনাকে আরো একধাপ এগিয়ে নিবে।
ই ধরণের আরো অনেক সাইট রয়েছে যা বলে শেষ করা যাবে না। মূলত কথা হচ্ছে এ রকম কয়েকটি সাইট এর সাথে রেগুলার টাচ রেখে বিভিন্ন কারেন্সির মুভমেন্ট সম্পর্কে সজাগ থাকলে সফল ভাবে ট্রেড করতে আপনার আর কিছু লাগবে না।  

বি.দ্রঃ ইকোনমিক নিউজ ইমপেক্ট à মার্কেট ভলাটিলিটি বৃদ্ধি à ২-৩ মিনিটের মধ্যে হাইস্ট ভলাটিলিটি à  এবং পরবর্তী ৫-১০ মিনিটের মধ্যে আস্তে আস্তে কারেকশন ।


No comments:

Post a Comment