অনেক অনেক স্ট্রাটেজির মধ্যে যদি দেখেন আপনার মাথা ঘুরছে, কোনটা ছেড়ে কোনটা ধরবেন বুঝতে পারছেন না তাহলে এক কাজ করুণ। খাতা কলম নিয়ে বসুন।
NB: ফরেক্স এ যারা এক দুই মাস ধরে পড়ে আছে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না, এই লেখাটি তাদের জন্য।
একে একে নিচের দশটি প্রশ্নের উত্তর খাতায় লিখুন
১. বাই/সেল অর্ডার দেয়ার জন্য কি কি বিষয় জানা লাগে? (ফান্ডামেন্টাল এনাল্যসিস এবং টেকনিক্যাল এনালাইসিস)
২. প্রতিদিন মার্কেট সম্পর্কিত নিউজে চোখ রাখেন কিনা? (এ ক্ষেত্রে ForexFactory র নিউজ রিড করে ভালো ফল পাবেন)
৩. কোন নিউজ মার্কেটে কি ধরণের প্রভাব ফেলে বা ফেলতে পারে জানেন কিনা? (নিউজ ট্রেডিং এর ক্ষেত্রে অবশ্যই ভালো করে জানতে হবে)
৪. কোন কোন ইন্ডিকেটর আপনার বুঝতে সহজ মনে হয়?(ট্রেড এর সময় আপানার কাছে বুঝতে সহজ লাগে এমন)
৫. আপনি ট্রেন্ড এবং প্যাটার্ন ভালো মত বুঝেন কিনা?
৬. মার্কেটের সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করতে পারছেন কিনা?
৭. মার্কেট কখন বায়ার এবং সেলার এর মধ্যকার যুদ্ধে উভয়ের জয়ের সম্ভাবনা থাকে তা বুঝতে
পারেন কিনা? ( ক্যান্ডলসটীক প্যাটার্ন )
৮. কখন মার্কেটে এন্ট্রি করতে হয় তা জানেন কিনা?
৯. কোন টাইম ফ্রেমে ট্রেড করতে আপনি সাচ্ছন্দবোধ করেন তা বের করতে পারছেন কিনা?
১০.
ট্রেড এ আপনি কখন সময় দিতে পারেন তা নির্দিষ্ট করেছেন কিনা এবং ঐ সময়ে কোন
কোন পেয়ারে ট্রেড করা লাভ জনক তা জানেন কিনা ? ( পেয়ার এবং কোন মার্কেট
সেশনে ট্রেড করবেন তা নির্দিষ্ট করা)
এখন
উপরের সবগুলো প্রশ্নের উত্তর আপনার খাতায় লিখুন। যদি দেখেন সব প্রশ্নের
উত্তর না অথবা নেগেটিভ হয় তাহলে আপনি এখনি ফরেক্স নিয়ে পড়া শুনা শুরু করে
দেন আবার। কারণ আপনি মনে করছেন যে ফরেক্স একটি টাকা বানানোর মেশিন এবং শুধু
বাই সেল করা জানলেই টাকা আর টাকা।
আর
যদি আপনার কিছু উত্তর হ্যাঁ এবং কিছু উত্তর না হয় তাহলে না গুলোকে হ্যাঁ
করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুণ। এ ক্ষেত্রে সব গুলো উত্তরের জন্য
আমার কিছু মন্তব্য নিচে দিলাম।
প্রথম প্রশ্নের উত্তরঃ
আপনি যদি ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস কিভাবে করতে
হয়, না জানেন তাহলে প্রতিদিন নিউজ পড়তে থাকেন এবং যে কারেন্সির নিউজ দেখলেন
সে কারেন্সির নিউজের প্রভাব মার্কেটে কি রকম পরছে তা খেয়াল করুণ। এভাবে
চেষ্টা করতে থাকুন। আশা করি আস্তে আস্তে ফান্ডামেন্টাল এনাল্যসিস বুঝতে
পারবেন। এর পর টেকনিক্যাল এনালাইসিস এর জন্য কিছু কমন ইন্ডিকেটর যেমন মুভিং
এভারেজ, RSI, Bollinger Band, MACD ইত্যাদি নিয়ে ইন্টারনেটে ঘাটতে থাকুন এবং সে গুলো বুঝার চেষ্টা করুণ। এরপর MT4 এর প্রয়োগ কেমন হয় তা বুঝার চেষ্টা করুণ। BDPIPS এই
আপনি এ সকল কমন ইন্ডিকেটর সম্পর্কে ভালো ভালো লেখা পাবেন। আমি চাইলে
সোর্সগুলো দিয়ে দিতে পারি। কিন্তু আমি চাই আপনি নিজে নিজে বের করে কাজটি
করুণ।
দ্বিতীয় প্রশ্নের উত্তরঃ ForexFactory তে নিউজ রিড করা মোটামুটি সোজাই। BDPIPS School এ চেক করলে আপনি জানতে পারবেন কিভাবে ForexFactory থেকে
নিউজ রিড করতে হয়। আপনি যদি ঠিক করে থাকেন যে, আমি টেকনিক্যাল এনালাইসিস
করে ট্রেড করবো আমার নিউজ জানা দরকার নাই, সে ক্ষেত্রে একটি কথা। মার্কেট
এর Price Action বুঝার জন্যও আপনাকে নিউজ রিড করতে হবে। কারণ কোন দেশের ইকনমির বর্তমান কি অবস্থা তা আপনি নিউজ রিডের মাধ্যমে জানতে পারবেন।
তৃতীয় প্রশ্নের উত্তরঃ যারা নিউজ ট্রেড করার সিদ্ধান্ত নিবেন তাদেরকে বলছি শুরুতেই নিউজ ট্রেডিং না করাটা অতি উত্তম। আর যারা Scalping এর চিন্তা করছেন তাদের উদ্দেশ্যেও একি কথা বলব Scalping এর জন্য প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন। যে কেও চাইলে Scalping করতে পারে না।
চতুর্থ প্রশ্নের উত্তরঃ
যে ধরণের ইন্ডিকেটর ই আপনি বুঝেন না কেন একটা কথা মনে রাখবেন, মার্কেট এর
সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা খুবি গুরুত্বপূর্ণ। তাই খেয়াল রাখবেন
আপনার ইন্ডিকেটর এর মধ্যে যেন এই দুইটা লেভেল বের করার উপায় থাকে। যদিও
ইন্ডিকেটর ছাড়াই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায় তবুও এই লেভেল
বের করার সঠিক নিয়ম আয়ত্ত করার আগ পর্যন্ত রিয়েল ট্রেড এ যাবেন না।
পঞ্চম প্রশ্নের উত্তরঃ
ফরেক্স এ একটি জনপ্রিয় কথা আছে আর তা হল ট্রেন্ড হল আপনার বন্ধু। তাই
আপনার বন্ধুকে চিনতে ভুল করবেন না। মার্কেটের ট্রেন্ড এবং প্যাটার্ন ধরতে
পারলেই বুঝবেন আপনি প্রফেশনাল ট্রেডার এর পথে হাঁটছেন। কিছু কিছু কমন
প্যাটার্ন আছে যেগুলা না জানলেই নয়। BDPIPS এবং BabyPips থেকে আপনি আনায়াসে Common Pattern সম্পর্কে জানতে পারবেন।
ষষ্ঠ প্রশ্নের উত্তরঃ
আমার চতুর্থ প্রশ্নের উত্তর হ্যাঁ হলে বুঝব আপনার এই প্রশ্নের উত্তর ও
হ্যাঁ। তবে এখানে আমি বলতে চাই অনেক ভাবেই আপনি সাপোর্ট এবং রেসিসটেন্স
লেভেল বের করতে পারবেন, কিন্তু মুভিং এভারেজ দিয়ে এবং ফিবনাক্কি দিয়ে
সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা শিখতে পারলে আপনি টেকনিক্যাল
এনালাইসিস অনেক ভালো ভাবে করতে পারবেন।
সপ্তম প্রশ্নের উত্তরঃ ক্যান্ডলসটীক প্যাটার্ন আসলে H.S.C. পাশ
করার মত। অর্থাৎ মিনিমাম আপনাকে এক থেকে দুই বছর এই প্যাটার্ন গুলা নিয়ে
ঘাঁটাঘাঁটি করতে হবে। অনেকে হয়ত ভাবছেন এই পাগলটা এসব কি বলতাছে! হয়ত আমি
পাগলের মতই বলছি। কিন্তু এটাই সত্যি। তাই বলে ভয় পাবেন না। ডােজি, হেমার,
হারামি, শুটিং স্টার, Hanging Man ইত্যাদি কমন ক্যান্ডল প্যাটার্ন ভালো ভাবে জেনেও আপনি ভালো ট্রেড করতে পারবেন। এ ক্ষেত্রে নাসিম ভাইয়ের CandleStick Chart Pattern বইটা আপনাকে অনেক সহযোগিতা করবে।
অষ্টম প্রশ্নের উত্তরঃ
প্রথম থেকে সপ্তম প্রশ্নের উত্তর হ্যাঁ বোধক। এখন বাই সেল দিব কখন? আগের
প্রশ্ন গুলার উত্তর খুঁজতে খুঁজতে আপনি হয়ত এতো দিনে বুঝে গেছেন কখন আপ
ট্রেন্ড শুরু হবে এবং কখন ডাউন ট্রেন্ড শুরু হবে।
নবম প্রশ্নের উত্তরঃ
টাইম ফ্রেম নির্বাচন সম্পূর্ণ আপনার উপর। তবে শুরুতেই ছোট ছোট টাইম ফ্রেমে
ট্রেড না করাটাই ভালো। আমার কাছে আদর্শ হল এক ঘণ্টার টাইম ফ্রেম। বাকিটা
আপনি ডেমো করতে করতে বুঝবেন যে কোনটা আপনার ব্যক্তিত্বের সাথে যায়।
দশম প্রশ্নের উত্তরঃ
ফরক্স মার্কেট যেহেতু ২৪ ঘণ্টাই খোলা থাকে তাই আপনি যে কোন টাইম নির্বাচিত
করতে পারেন ট্রেড করার জন্য। তবে হ্যাঁ আপনি কোন কোন কারেন্সিতে ট্রেড
করবেন ঐ সময়টাতে ঐ সেশন চলছে কিনা তা দেখতে হবে। আর আপনি কোন কারেন্সি
পেয়ার নিয়ে ট্রেড করবেন সেটা আপনার উপর। তবে ২ থেকে ৩ টার বেশি পেয়ার
নির্বাচিত করবেন না। আর পেয়ার নির্বাচনের ক্ষেত্রে যে সব পেয়ার এর মার্কেট এ
ট্রেন্ড এর পরিবর্তন বেশি হয় তা নির্বাচন করাই সব চাইতে ভালো। এ ক্ষেত্রে
আমার মতামত হল শুরুতে আপনি শুধু মাত্র একটি পেয়ার নিয়ে ট্রেড করুণ। তাহলে
আপনি ঐ দুইটা কারেন্সির নাড়ী নক্ষত্র আস্তে আস্তে সব জানতে পারবেন। আর এ
ক্ষেত্রে আপনার এনালাইসিস করতেও সুবিধা হবে।
অনেক
কথা বলে ফেললাম। এখন এই দশটা প্রশ্নের সব গুলার উত্তরি আপনার হ্যাঁ বোধক।
এখন আপানর কাজ কি। সব গুলো প্রশ্নের উত্তর বিস্তারিত আপানার খাতায় লিখুন।
অর্থাৎ আপনি কোন প্রশ্নের উত্তর কিভাবে সম্পন্ন করেন তা। ঠিক অষ্টম প্রশ্নের
উত্তরটা বিস্তারিত লিখার সময় এক থেকে দুই মাস সময় নিন। অর্থাৎ ডেমো ট্রেড
করুণ। আর প্রতিদিন লিখুন কোন পজিশনে বাই দিলে কত পিপ্স লাভ/লস হচ্ছে। আর
কোন পজিশনে সেল দিলে কত লাভ বা লস হচ্ছে। কোন পজিশনে বাই/সেল দিলে ট্রেড
ভুল হচ্ছে। কোন পজিশনে বাই সেল দিলে লাভ/লস বেশি হচ্ছে। এভাবে এক থেকে দুই
মাস সব নোট করতে থাকুন। যখন বুঝবেন যে, এ পজিশনে বাই/সেল দিলে আপনার লাভের
ভাগ মিনিমাম ৬০% বা তার বেশি ঠিক তখনি আপনি একজন প্রফেশনাল ট্রেডারের পথ
ধরে ফেলছেন।
আপনি আপনার কাঙ্ক্ষিত স্ট্রাটেজি পেয়ে গেছেন।
এরপর আপনি আপনার স্ট্রাটেজির লাভের অংশ বাড়াতে বিভিন্ন ধরিনের এনালাইসি করতে থাকুন আর স্ট্রাটেজির উন্নতি করতে থাকুন।
আশা করি আমার এই লেখা পড়ে বিরক্ত হননি। আমি ফরেক্সে এখনও নতুন। আমার ভুল হতেই পারে। আর এটা আমার প্রথম লেখা। আসলে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছা করে। কিন্তু অলসতার জন্য পারি না। তাই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
No comments:
Post a Comment