উসাইন বোল্টকে এখন গ্রেটেস্ট বলা যেতেই পারে। ১০০ ও ২০০ মিটারের পর দলীয়
রিলেতেও তিনি সোনা জিতেছেন।
জিতলেন ‘ট্রিপল ট্রিপল’ সোনা। বোল্টের আগে অলিম্পিকে স্প্রিন্টের এক আসরে
তিন সোনা জয়ের কোনো ঘটনা ছিল না। কিন্তু উসাইন বোল্ট এমন কাজ করলেন তিনবার।
তার এই জয়ের ধারা শুরু হয় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে। সেবার ১০০, ২০০ ও
দলীয় ৪ক্ম১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। এরপর ২০১২-লন্ডন
অলিম্পিকেও একই কীর্তি গড়েন। আর এবার ২০১৬- ব্রাজিলের রিও’তে স্প্রিন্টের তিন
ইভেন্টে সোনা জিতে ‘ট্রিপল ট্রিপল’ পূর্ণ করলেন এ ‘বজ্রবিদ্যুৎ’। রিও’তে
ব্যক্তিগত ১০০ ও ২০০ মিটারে আগেই সোনা নিশ্চিত করেন তিনি। আর গতকাল সকাল
সাড়ে সাতটায় জিতলেন দলীয় ৪ক্ম১০০ মিটার রিলের সোনা।
অলিম্পিক গেমসে উসাইন বোল্ট রিলেতে মোট নয়টি সোনা জিতেছেন।
অলিম্পিক গেমসে উসাইন বোল্ট রিলেতে মোট নয়টি সোনা জিতেছেন।
No comments:
Post a Comment