কোন নিউজে কি ধরনের ফলাফল আসার কারণে কত পিপস মুভমেন্ট হতে পারে

কোন নিউজে দুইদিকে আর কোন নিউজ রিলিজে একদিকে স্পাইক করবে সেটা বুঝার কোন উপায় নেই। তবে এটা ঠিক যে বেশিরভাগ বড় নিউজে ২ দিকেই কম বেশি স্পাইক হয়ে থাকে।

ধরুন NFP নিউজের ফরেকাস্ট ধরা হয়েছে 220K. সবাই প্রত্যাশা করছে এর অনেক বেশি আসবে। তার ফলে ডলার শক্তিশালী হবে। এই আশায় অনেকেই নিউজ রিলিজ হবার আগেই ডলার পজেটিভ ধরে নিয়ে ট্রেড দিবে। তারমানে EURUSD, GBPUSD এ ধরনের পেয়ারগুলো সেল দিবে। তাই নিউজ রিলিজ হবার ঠিক আগ
মুহূর্তেই দেখা যাবে এই পেয়ারগুলোতে প্রাইস নিচের দিকে স্পাইক হতে পারে। কিন্তু নিউজ রিলিজের পর দেখা গেলো ফলাফল মনঃপুত হয়নি। প্রত্যাশার চেয়েও অনেক কম এসেছে। তখন দেখা যাবে সবাই ডলার নেগেটিভ ধরে এই পেয়ারগুলো বাই করবে। তখন আবার বিপরীতমুখী অর্থাৎ প্রাইস ওপরের দিকে স্পাইক হতে পারে। সুনির্দিষ্ট করে বলা যায় না, তবে এরকম হয় বেশিরভাগ সময়।
​কোন নিউজে কি ধরনের ফলাফল আসার কারণে কত পিপস মুভমেন্ট হতে পারে সে সম্পর্কে ধারনা পাবেন নিচের চার্ট থেকেঃ



No comments:

Post a Comment