বিনা কাষ্টমসে বিদেশ থেকে যেসব জিনিস আমদানী করা যায়

আমাদের অনেকেরই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বিদেশে থাকেন অথবা বি‌শেষ কোন কার‌ণে বি‌দেশ যাতায়াত ক‌রেন। দেশ-বিদেশ যাতায়াত করার সময় বিদেশ থেকে অনেক জিনিস আদান প্রদান ক‌রে থাকি। সেটা হতে পা‌রে প্রয়োজনে অথবা শখের বশে। আমরা সবাই জা‌নি যে, এসব জি‌নিস আন‌তে শুল্ক দি‌তে হয়। ত‌বে আবার অ‌নে‌কেই এটা জানি না যে, কি কি পন্য বিদেশ থেকে বিনা শুল্কে আনা যায় আর কোন কোন পন্যে আন‌তে শুল্ক দেয়া লাগে। এ সম্প‌র্কে যারা অজানা তাদের জন্যই আজ‌কের এই পোষ্ট।
আমা‌দের সামান্য একটু অসচেতনতার কারনে আমা‌দের ক্রয়কৃত পন্য এয়ারপোর্টে
ফেলে আসতে হয় অথবা শুল্ক বাবদ দিতে হয় অনেকগুলি টাকা। তাই শুধুমাত্র ব্য‌ক্তিগত ব্যবহার বা গৃহস্থালী কা‌জে ব্যবহারের জন্য যেসব প‌ণ্যে শুল্ক ফ্রি তা জানা‌নো হ‌লো। ত‌বে এ‌টি বাণিজ্যিক ভিত্তিতে পন্য আনার ক্ষেত্রে কার্যকর নয়।

শুল্ক করারোপ যোগ্য পন্যের তালিকাঃ

(ক) ব্যাক্তিগত এবং গৃহস্থালী কাজে ব্যবহৃত হয় না এমন পন্য।
(খ) দুইটি স্যুটকেসের অতিরিক্ত স্যুটকেসে আনীত ব্যাগেজ। তবে ৩য় স্যুটকেসে আনীত বইপত্র, সাময়িকি বা শিক্ষার উপকরণ শুল্ক ও কর মুক্তভাবে খালাসযোগ্য।
(গ) বাণিজ্যিক পরিমানে যে কোন পন্য ব্যাগেজে আমদানী হলে শুল্ক ও কর আরোপযোগ্য।
(ঘ) নিম্নে বর্ণিত পণ্য ব্যাক্তিগত ও গৃহস্থালী ব্যাগেজ হিসেবে আমদানী হলেও প্রতিটির পাশে উল্লেখিত হারে কর পরিশোধ করতে হবে।
১. টেলিভিশন (CRT) ২৫” এর উর্ধ্বে হলে ২৯” পর্যন্ত ৩০০০/- টাকা।
২. Plasma, LCD, TFT ও অনুরুপ প্রযুক্তির টেলিভিশন:
(ক) ১৭” হতে ২১” পর্যন্ত = ১০,০০০.০০/= টাকা,
(খ) ২২” হতে ২৯” পর্যন্ত = ১৫,০০০.০০/= টাকা,
(গ) ৩০” হতে ৪২” পর্যন্ত = ২০,০০০.০০/= টাকা,
(ঘ) ৪৩” হতে ৫২” পর্যন্ত = ৫০,০০০.০০/= টাকা,
(ঙ) ৫৩” হতে তদুর্ধ সাইজ = ৭৫,০০০.০০/= টাকা।
৩. (ক) ৪টি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৪,০০০.০০/= টাকা।
(খ) ৪ এর অধিক তবে সবোর্চ্চ ৮টি স্পিকারসহ (মিউজিক সেন্টার) হোম থিয়েটার/সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৮,০০০.০০/=
৪. রেফ্রিজারেটর/ ডিপ ফ্রিজার = ৫,০০০.০০/=
৫. ডিশ ওয়াশার/ ওয়াশিং মেশিন/ ক্লথ ডায়ার = ৩,০০০.০০/=
৬. এয়ারকুলার/ এয়াকন্ডিশনার
(ক) উইন্ডো টাইপ = ৭,০০০.০০/= টাকা
(খ) স্প্লিট টাইপ = ১৫,০০০.০০/= টাকা
৭. ওভেন বার্নারসহ = ৩,০০০.০০/=
৮. ডিস এন্টেনা = ৭,০০০.০০/=
৯. স্বর্ণবার বা স্বর্ণপিন্ড (সবোর্চ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম বা ভরি= ১৫০.০০/=
১০. রৌপ্যবার বা রৌপ্য পিন্ড (সর্বোচ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম = ৬.০০/=
১১. HD Cam, DV Cam, BETA Cam & Professional used Camera = 15,000.00 Taka.
১২. এয়ারগান/ এয়ার রাইফেল = ২,০০০.০০ টাকা (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমুতি সাপেক্ষে আমদানিযোগ্য, আমদানি নীতি-আদেশ ২০০৩-২০০৬ দ্রষ্টব্য )
১৩. ঝাড়বাতি = ৩০০.০০ টাকা প্রতি পয়েন্ট।
১৪. কার্পেট ১৫বর্গ মিটার পর্যন্ত = ৫০০.০০ টাকা প্রতি বর্গমিটার।

যেসব পন্য বিনা শুল্কে আমদানীযোগ্যঃ 

 (প্রত্যেকটি ১টি করে)
১. ক্যাসেট প্লেয়ার/ টু ইন ওয়ান,
২. ডিস্কম্যান / ওয়্যাকম্যান অডিও,
৩. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার,
৪. ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, ইউপিএস, স্ক্যানার, ফ্যাক্স মেশিন।
৫. ভিডিও ক্যাম: এইচ ডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় না এমন ক্যামেরা ব্যাতিত সব।
৬. ডিজিটাল ক্যামেরা,
৭. সাধারণ/পুশবাটন/কর্ডলেস টেলিফোন সেট
৮. সাধারণ ইলেকট্রিক ওভেন/ মাইক্রোওয়েভ ওভেন,
৯. রাইস কুকার/ প্রেসার কুকার,
১০. টোস্টার/ স্যান্ডউইচ মেকার/ ব্লেনডার/ ফুড প্রসেসর/ জুসার/ কফি মেকার।
১১. সাধারণ ও বৈদ্যুতিক টাইপ রাইটার,
১২. গৃহস্থালী সেলাই মেশিন (মেনুয়াল/বৈদ্যুতিক)
১৩. টেবিল / প্যাডেস্টাইল ফ্যান,
১৪. স্পোর্টস সরন্জাম (ব্যাক্তিগত ব্যবহারের জন্য)
১৫. ২০০ গ্রাম ওজনের স্বর্ণ/রৌপ্য অলংকার (এক প্রকারের অলংকার ১২টির অধিক হবে না)।
১৬. এক কার্টুন সিগারেট (২০০ শলাকা),
১৭. ২৪” পর্যন্ত রঙ্গিন টিভি (সিআরটি)/সাদাকালো টিভি,
১৮. ভিসিআর/ভিসিপি,
১৯. সাধারণ সিডি ও দুই স্পিকার সহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার/ সিডি/ ভিসিডি/ ডিভিডি/এলডি/ এমডি সেট)
২০. ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি ব্লুরেডিস্ক প্লেয়ার,
২১. এলসিডি মনিটর ১৭” পর্যন্ত (টিভি সুবিধা থাকুক বা নাই থাকুক),
২২. একটি মোবাইল সেট।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে ক্যারি ১৫ কেজি পর্যন্ত আনা যায় আর ৪৪.৪০ কিলো পর্যন্ত বুকিং দেয়া যায়।
যারা বিদেশ থেকে কম্বল আনেন, তারা ২টি কম্বল এক সাথে বেঁধে আনবেন না। তাছাড়া এয়ার পোর্ট এভাবে ২টির বেশী কম্বল আনতেও দেয় না।
bd custom free product of bangladesh

No comments:

Post a Comment