রিও অলিম্পিকে ভারত তাদের প্রথম পদক জিতেছে কোন ইভেন্টে?

এশিয়ার বিভিন্ন গেমসে ভারতের আধিপত্য থাকলেও অলিম্পিকে এর ধারে কাছেও থাকেনা ১৩০ কোটির এই দেশটি। ২০১৬ রিও অলিম্পিকে কোন পদক নেই বলে চারদিকে সমালোচনার ঝড় বইয়ে যায়। জিমন্যাষ্টিকে দীপা প্রায় পদক জয় করে ফেলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের কারণে তা হয়নি। তবে কিরগিজস্তানের আইসুলুন তাইনাইবেকোভাকে হারানোর মধ্য দিয়ে সেই আক্ষেপ ঘোচালেন সাক্ষি মালিক।
মেয়েদের কুস্তির ৫৮ কেজি ওজন শ্রেনীতে ভারতের সাক্ষি মালিক ব্রোঞ্জ জিতেন। পদকটি জিতেই কামড়ে ধরেন এই অ্যাথলেট, তার কামড়েই বোঝা যায় এই একটি পদকে জন্য কতটা মরিয়া ছিল ভারত। প্রথম ভারতীয় নারী হিসেবে প্রথম পদক জিতলেন ২৩ বছর বয়সী সাক্ষি।

২০১৬ রিও অলিম্পিকে ভারত তাদের প্রথম পদক জিতেছে কুস্তির ইভেন্টে।


 

No comments:

Post a Comment