এইচএস‌সি'র প্রকাশিত রেজাল্ট পুনঃনিরীক্ষার আবেদন শুক্রবার থেকেই

এইচএসসি, আলিম ও সমমানের প্রকাশিত ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যা‌বে শুক্রবার থেকেই।
বরাবরের মতো সরকারি মোবাইল অপারেটর কোম্পানী ‘টেলিটক’ থেকে ১৯-২৫ অগাস্ট পর্যন্ত এইচএসসি আলিম ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণঃ RSC
DHA 001100 9999
পাঠা‌তে হ‌বে 16222

ফিরতি এসএমএস-এ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পুনঃনিরীক্ষার আবেদনে প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কর্তন করা হবে। একই এসএমএস-এ একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

###HSC এর রেজাল্ট পে‌তে এখা‌নে যান... এইচএস‌সি রেজাল্ট ২০১৬ | HSC Result 2016 @@@

No comments:

Post a Comment