অনেকের কাছেই নিউজ ট্রেড খুব পছন্দের বর্তমানে নিউজ ট্রেড খুব জনপ্রিয়। বড় নিউজের সময় অনেক ট্রেডার আছে আগে থেকে প্রস্তুত থাকে বড় ইনভেষ্ট নিয়ে বড় লট দিয়ে ট্রেড করার জন্য। মার্কেট মুভার মূলত ইকোনোমিকাল নিউজগুলো। 50 পিপস থেকে 300 পিপসও একেকটি নিউজ মুভমেন্ট করে। যারা নিউজ সম্পর্কে ভালো বুঝেন তারা 1:10 রেশিও আকারে প্রফিট করেন। মানে 10 ডলার রিস্ক নিয়ে 100 ডলার আয় করেন। তবে নিউজ ট্রেডের আগে নিউজের মুভমেন্টগুলো ধরা খুব জরুরী সব নিউজে একরকম ইফেক্ট হয়না।
ফরেক্স মার্কেটে কিন্তু প্রায় প্রতিদিনই নিউজ থাকে তবে সব নিউজ কিন্তু হাই ভলাটাইল হয়না । www.forexfactory.com/calendar.php এই সাইটটা বেশ জনপ্রিয়। এই সাইটে গেলে কোন সময় কোন নিউজ আছে সেটা কি হাই-ইমপ্যাক্ট/মিডিয়াম ইমপ্যাক্ট/নাকি লো ইমপ্যাক্ট সেটা দেখতে পাবেন। মার্কেটে যারা নিউজ ট্রেডার তারা মূলত হাই ইমপ্যাক্ট দেখেই নিউজ ট্রেড করে থাকে। সব হাই ইমপ্যাক্ট আবার এক ধরনের না কিছু কিছু নিউজ আছে পাবলিশ হবার সাথে সাথে একটা 100-200 পিপসের ক্যান্ডেল তৈরী হয় কোনো রিট্রেস ছাড়া।
কিছু নিউজ আছে 100-200 পিপসের ক্যান্ডেল ঠিকই তৈরী হয় তবে উঠা নামা করে ধাক্কিয়ে ধাক্কিয়ে। কিছু নিউজ আছে প্রথমে ডাউনে 20-60 পিপস গিয়ে ষ্টপ লস হিট করে এরপর ফুল রেন্জে উপরে উঠে যায়। কিছু নিউজ আছে নিউজ চলাকালে 2 দিকেই স্পাইক করে ।
এখন যারা নিউজ ট্রেডার তারা অবশ্যই পূর্ববর্তী সেম নিউজের ইমপ্যাক্ট থেকে ধারনা নিয়ে তার ট্রেডিং প্লান সাজায় ।
আজকে আমি আমার পছন্দের 2 টি ট্রেডিং এর কথা বলবো । তবে একটা ব্যাপার জেনে রাখবেন নিউজ ট্রেডের বড় সমস্যা হচ্ছে ব্রোকারের স্লিপেজ ।দেখা যায় 10-50 পিপস পর্যন্ত ব্রোকার স্লিপেজ দেয় । সত্যি কথা বলতে কি সবগুলো ভালো ব্রোকারেই কম বেশি স্লিপেজ আছে । তারপরেও যারা নিউজ ট্রেড করে তারা বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করে । অনেক বাধা বিপত্তির মধ্যেও তারা নিউজ ট্রেড করে ।
আমি মূলত নিউজ ট্রেড করি ছোট এমাউন্টে ECN একাউন্টে । প্রায় অনেক ব্রোকারেই রেগুলার একাউন্টের সাথে সাথে ECN একাউন্ট প্লাটফর্ম আছে । আমরা বেশিরভাগ ট্রেডাররা ECN ব্যাবহার করিনা কারন সেটাতে কোনো বোনাস পাইনা লেভারেজ কম ও ষ্টপ আউট খুব দ্রুত হয়ে যায় । আমি গতানুগতিক বাই ষ্টপ ও সেল ষ্টপ এর পেন্ডিং অর্ডার থেকে ব্যাতিক্রমি মাল্টি অর্ডার এর কয়েকটি সিষ্টেম এ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছি ।
যাক আমি আপনাদের আমার 2 টি নিউজ ট্রেড সম্পর্কে বলছি : প্রথমে আমি নিউজ নিয়ে আগেই এ্যানালাইসিস করি অনেকগুলো সাইট দেখি সেটার ধরন সম্পর্কে কি এ্যাফেক্ট পড়তে পারে । যেমন -NFP নিউজে কিন্তু 2 দিকে স্পাইক করে একদিকে প্রায় 100-200 পিপস টান দেয় আবার GBP এর নিউজগুলো সোজা একদিকে চলে যায় কোনো রকম স্পাইক ছাড়া । আমার সবগুলো নিউজেই ষ্টপ লস ও টেক প্রফিট থাকে নিউজে কতটুকু স্পাইক করতে পারে ও কতটুকু মুভ করতে পারে সেটার ধারনা আমি www.dailyfx.com/ www.investing.com/ www.fxstreet.com/ www.currencynewstrading.com এই সবগুলো সাইট থেকে পেয়ে থাকি । সবগুলো সাইটের নিউজ একত্রিত করে পর্যবেক্ষন করে ফাইনাল একটা সিদ্বান্তে আসি । যাক আমার 2 টি সিষ্টেম নিয়ে কিছু বলি : (1) যেসব নিউজে মার্কেট একটানা 100 পিপস মুভ করবে কিন্তু কিছুটা ধীর গতিতে সেসব নিউজে আমি মুলত 2 টি একাউন্ট ব্যাবহার করি 1 টি একাউন্টেও করা যায় তবে আমার পরিক্ষীত একটা একাউন্টে বাই সেল একসাথে পেন্ডিং না দিয়ে 2 টিতে দিলে রিস্ক কমে যায় । আমি সবার মত 10-20 পিপস পর একটি ট্রেড দিয়ে বড় টেক প্রফিট না দিয়ে আমি 100 পিপসে প্রতি 10 পিপস পর পর 10 টি পেন্ডিং অর্ডার দেই একটা একাউন্টে পেন্ডিং বাই ষ্টপ অারেকটাতে পেন্ডিং সেল ষ্টপ সবগুলার টেক প্রফিট 20 পিপস ষ্টপ লস 10 পিপস আসলে নিউজের ধরন বুঝে দেই এখানে একটা সুবিধা হলো একটা ট্রেড টেক প্রফিট হিট করে সেকেন্ড ট্রেড ধরে মার্কেট যদিও আবার ব্যাক আসে তাহলে অলরেডি কিছু পিপস বুকড হয়ে যায় তাহলে সব মিলিয়ে একটা প্রফিট থাকে ।
(2) এটা আমি ব্যাবহার করি মূলত নিরাপত্তার জন্য । বুঝার একটু ব্যাপার আছে । এখানে হাই ইমপ্যাক্ট নিউজে ট্রেডগুলো এমনভাবে নিব যাতে একটা ট্রেড টেক প্রফিট হিট করেই যেন 2য় ট্রেড ওপেন করবে । এখানে ট্রেডগুলো হবে এভাবে একটা একাউন্টে কারেন্ট মার্কেট থেকে 10 পিপস পর একটা ট্রেড নিব তার ষ্টপ লস থাকবে 5 পিপস টেক প্রফিট হবে 10 পিপস আবার 1ম এ্যান্ট্রির 12 পিপস পরে অরেকটা এন্ট্রি হবে ষ্টপ লস 5 পিপস টেক প্রফিট 10 পিপস এভাবে মার্কেট কতটুকু মুভ করতে পারে সেটা দেখেই এন্ট্রির সংখ্যা সেট করতে হবে । এটার সুুবিধা হলো এখানে একটা টেক প্রফিট হিট করার পর 2য় এন্ট্রি নিবে । আর লস হলেও খুব কম হবে । যেমন 1ম এন্ট্রি হয় টেক প্রফিট হিট করবে বা ষ্টপ লস হিট করবে । 1মে 10 পিপস আপনার বুকড হবার পর 2য় এন্ট্রি ট্রিগার করবে । যদি সেটা ষ্টপ লস 5 পিপস হিট করে তাহলে লস হবেনা কারন সেটার আগে আপনার 10 পিপস লাভ অলরেডি চলে এসেছে । নিউজ টাইমে যখন মার্কেট একদিকে মুভমেন্ট করে তখন দেখেছি একেবারে উপরের এন্ট্রিটা হয়তো ষ্টপ লস হিট করে কারন তখন হাই থেকে একটা রিট্রেস নেয় তাহলে ধরুন 10 টা ট্রেড নিলেন সেখানে 8 টা ট্রেডে টেক প্রফিট পেলে 80 পিপস আর যদি দুর্ঘটনা-ক্রমে উঠানামার কারনে 2 টি ষ্টপ লস ও হিট করে তাহলে 10 পিপস লসে যাবে । আর যদি 5 টি ষ্টপ লস ও 5 টি টেক প্রফিট পায় তাহলেও ওভারওল 25 পিপস লাভ থাকবে । তবে মনে রাখবেন এটা শুধু স্লিপেজহীন ব্রোকারের ECN একাউন্ট প্লাটফর্মেই করা যাবে । নিউজ ট্রেড করার আগে নিউজ টাইমে অবশ্যই অাপনারা ডেমো একাউন্টে বাই ষ্টপ ও সেল ষ্টপ বসিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকুন কোন একদিন হয়তো আপনি ভালো একটা সিষ্টেম বের করতে পারবেন নিউজ ট্রেডিং এ ভালো সফলতার কোনো সূত্র তৈরী করতে সক্ষম হবেন । নিউজ ট্রেড সব সময়ই খুব রিস্কি তাই অবশ্যই ষ্টপ লস ব্যাবহার করবেন । আপনি যত বেশি নিউজ এ্যানালাইসিস করবেন আপনার যত বেশি ট্রেডিং এর বয়স বৃদ্বি পাবে যত বেশি ট্রেড করবেন তত বেশি আপনার নিউজ ট্রেডিং এর দক্ষতা বাড়বে ও সফলতার দরজা খুলতে থাকবে ।
পোস্টটির পূর্বপ্রকাশিত ঠিকানা...
^
^
ফরেক্স, নিউজ ট্রেড আলোচনা ও ধারনা, forex-news, ফরেক্স, নিউজ ট্রেড আলোচনা, নিউজ ট্রেড আইডিয়া
No comments:
Post a Comment