অনলাইন অ্যাপসগুলো দিনকে দিন আরো জনপ্রিয় হচ্ছে। প্রযুক্তি বিশ্বে এখন আমরা সবাই
অ্যাপের বশবর্তী। সবকিছুই পাওয়া যাচ্ছে অ্যাপে। কেনাকাটা, খাবার,
রেস্তোরাঁ থেকে শুরু করে ওষুধ, ডাক্তার সবকিছু। গুগল প্লে স্টোর খুললে অসংখ্য অ্যাপ। তবে ঠিক কোন অ্যাপটি সময় অপচয় করবে আর কোন অ্যাপটি কাজে লাগবে তা নির্ণয় করাটা একটু কঠিনই বটে।
এখানে এমন কিছু অ্যাপের তালিকা তুলে ধরা হলো যেগুলো আপনাকে আরো গতিশীল করবে এবং আপনার জীবন থেকে চাপ কিছুটা হলেও কমাবে।
এখানে এমন কিছু অ্যাপের তালিকা তুলে ধরা হলো যেগুলো আপনাকে আরো গতিশীল করবে এবং আপনার জীবন থেকে চাপ কিছুটা হলেও কমাবে।
সারাদিন আপনি যাই করেন না কেন এই অ্যাপগুলো আপনাকে আরো দ্রুত আপনার কাজগুলো সমাধা করতে সহায়তা করবে। এসবের বেশিরভাগই বিনামূল্যে পাওয়া
যায়।
১. বিডি রেটস
বাংলাদেশের ব্যাংক থেকে ক্রেডিট কার্ড, এফডিআর, ডিপিএস, গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ পেতে সহায়তা করে এ প্রতিষ্ঠান। www.bdrates.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যাংকে ঋণের আবেদন করা যায় সহজে। পরবর্তী সময়ে ব্যাংকের গ্রাহক সেবাকেন্দ্র থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।
বাংলাদেশের ব্যাংক থেকে ক্রেডিট কার্ড, এফডিআর, ডিপিএস, গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ পেতে সহায়তা করে এ প্রতিষ্ঠান। www.bdrates.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যাংকে ঋণের আবেদন করা যায় সহজে। পরবর্তী সময়ে ব্যাংকের গ্রাহক সেবাকেন্দ্র থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।
২. পকেট
এই অ্যাপটির মাধ্যমে সেভ করা রাখা কোনো নিবন্ধ আপনি পরে অফলাইনেও পড়তে পারবেন।
এই অ্যাপটির মাধ্যমে সেভ করা রাখা কোনো নিবন্ধ আপনি পরে অফলাইনেও পড়তে পারবেন।
৩. উনডার লিস্ট
উনডার লিস্ট সহজে ব্যবহারযোগ্য একটি টু-ডু-লিস্ট। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট তারিখ ও রিমাইন্ডার সেট করা এবং শেয়ার লিস্ট ও সেগুলো সম্পর্কে কথপোকথনও চালাতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার মুদি পণ্যের তালিকা করা, কোনো মুভির কথা মনে রাখা এবং ছুটি কাটানোর পরিকল্পনা করার মতো কাজও করতে পারবেন।
উনডার লিস্ট সহজে ব্যবহারযোগ্য একটি টু-ডু-লিস্ট। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট তারিখ ও রিমাইন্ডার সেট করা এবং শেয়ার লিস্ট ও সেগুলো সম্পর্কে কথপোকথনও চালাতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার মুদি পণ্যের তালিকা করা, কোনো মুভির কথা মনে রাখা এবং ছুটি কাটানোর পরিকল্পনা করার মতো কাজও করতে পারবেন।
৪. ফ্যান্টাস্টিক্যাল টু
অসাধারণ সহজ একটি ক্যালেন্ডার অ্যাপ। আপনি কারো সঙ্গে সাক্ষাতে একটি সরল বাক্য প্রবেশ করালে এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তাকে একটি অ্যাপয়েন্টমেন্টে রূপান্তরিত করবে। যেমন আপনি লিখলেন, কারো সঙ্গে বিকেল ৩টায় কোনো জায়গায় দেখা করতে হবে। বাকীটা ফ্যান্টাস্টিক্যাল টু হ্যান্ডেল করবে।
অসাধারণ সহজ একটি ক্যালেন্ডার অ্যাপ। আপনি কারো সঙ্গে সাক্ষাতে একটি সরল বাক্য প্রবেশ করালে এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তাকে একটি অ্যাপয়েন্টমেন্টে রূপান্তরিত করবে। যেমন আপনি লিখলেন, কারো সঙ্গে বিকেল ৩টায় কোনো জায়গায় দেখা করতে হবে। বাকীটা ফ্যান্টাস্টিক্যাল টু হ্যান্ডেল করবে।
৫. আরএক্স ৭১
স্বাস্থ্য বিষয়ক Rx71 খুবই উপকারী হেলথ অ্যাপ! এই অ্যাপের মাধ্যমে সবাই স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান পাবে বলে Rx71 টিমের আশাবাদ।
স্বাস্থ্য বিষয়ক Rx71 খুবই উপকারী হেলথ অ্যাপ! এই অ্যাপের মাধ্যমে সবাই স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান পাবে বলে Rx71 টিমের আশাবাদ।
৬. ওয়ার্ক ফ্লো
এই শক্তিশালি অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে বিভিন্ন কাজ সমাধা করিয়ে আপনার জীবনের অনেক মূল্যবান সময় বাঁচাবে।
এই শক্তিশালি অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে বিভিন্ন কাজ সমাধা করিয়ে আপনার জীবনের অনেক মূল্যবান সময় বাঁচাবে।
৭. ইন্টারঅ্যাকটিভ থেরাপি
এটি ব্যবহার করে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে প্রতিবন্ধী লোকজন নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবে। দুর্ঘটনার শিকার হয়ে কিংবা জন্মগতভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে শারীরিক অবস্থার যদি অবনতি হয়, তবে তা কাটিয়ে ওঠা যাবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে। অনেক সময় চিকিৎসক কিংবা ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। এমন মুহূর্তে বাসায় বসে এই অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে তা করা যাবে।
এটি ব্যবহার করে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে প্রতিবন্ধী লোকজন নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবে। দুর্ঘটনার শিকার হয়ে কিংবা জন্মগতভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে শারীরিক অবস্থার যদি অবনতি হয়, তবে তা কাটিয়ে ওঠা যাবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে। অনেক সময় চিকিৎসক কিংবা ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া কঠিন হয়ে পড়ে। এমন মুহূর্তে বাসায় বসে এই অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ব্যায়াম সম্পর্কে জেনে তা করা যাবে।
৮. পেপার বাই ফিফটি থ্রি
এই অ্যাপের মাধ্যমে ছবি আঁকা ও লেখালেখির সমন্বয় করা হয়েছে। কাগজে ছবি আঁকা বা লেখার অনুভুতি পাবেন এতে।
এই অ্যাপের মাধ্যমে ছবি আঁকা ও লেখালেখির সমন্বয় করা হয়েছে। কাগজে ছবি আঁকা বা লেখার অনুভুতি পাবেন এতে।
৯. ইশকুল
এই মোবাইল অ্যাপ দিয়ে শিক্ষার্থীদের নম্বর, উপস্থিতি, রুটিনসহ বিভিন্ন তথ্য শিক্ষকেরা যেমন দিতে পারবেন, তেমনি অভিভাবকেরাও জানতে পারবেন এসব তথ্য। শিক্ষক-অভিভাবক দুইয়েরই রয়েছে মতামত দেওয়ার সুযোগ। এ ছাড়া ‘ইশকুল’-এর ওয়েবসাইট থেকে ই-লার্নিং সুবিধা গ্রহণ করা যাবে।
এই মোবাইল অ্যাপ দিয়ে শিক্ষার্থীদের নম্বর, উপস্থিতি, রুটিনসহ বিভিন্ন তথ্য শিক্ষকেরা যেমন দিতে পারবেন, তেমনি অভিভাবকেরাও জানতে পারবেন এসব তথ্য। শিক্ষক-অভিভাবক দুইয়েরই রয়েছে মতামত দেওয়ার সুযোগ। এ ছাড়া ‘ইশকুল’-এর ওয়েবসাইট থেকে ই-লার্নিং সুবিধা গ্রহণ করা যাবে।
১০. এভারনোট
আপনি যা কিছু মনে রাখতে চান তার সবকিছুর জন্য একটি অনলাইন নোট বুক এটি। এতে আপনি ছবি, ওয়েব পেজ, নোট, পিডিএফ ফাইল, অডিও ক্লিপ এবং কাজের তালিকা সংরক্ষণ করতে পারবেন।
আপনি যা কিছু মনে রাখতে চান তার সবকিছুর জন্য একটি অনলাইন নোট বুক এটি। এতে আপনি ছবি, ওয়েব পেজ, নোট, পিডিএফ ফাইল, অডিও ক্লিপ এবং কাজের তালিকা সংরক্ষণ করতে পারবেন।
১১. কুইপ
এই অ্যাপটিকে বলা যায় মাইক্রোসফট অফিসের বিকল্প।
এই অ্যাপটিকে বলা যায় মাইক্রোসফট অফিসের বিকল্প।
১২. খুঁজুন
ওয়েবে তথ্য খোঁজার ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) ‘খুঁজুন’ মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এতে বিভিন্ন ভাষা থেকে তথ্য নিয়ে বাংলায় উপস্থাপনের সুবিধা আছে।
ওয়েবে তথ্য খোঁজার ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) ‘খুঁজুন’ মূলত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এতে বিভিন্ন ভাষা থেকে তথ্য নিয়ে বাংলায় উপস্থাপনের সুবিধা আছে।
১৩. স্ল্যাক
ইমেইল যোগাযোগের জটিলতা ছাড়াই নিজের টিমের সঙ্গে যোগাযোগ রাখার বিপ্লবী একটি অ্যাপ স্ল্যাক; অনেকটা চ্যাট রুমের মতো।
ইমেইল যোগাযোগের জটিলতা ছাড়াই নিজের টিমের সঙ্গে যোগাযোগ রাখার বিপ্লবী একটি অ্যাপ স্ল্যাক; অনেকটা চ্যাট রুমের মতো।
১৪. হিরোস অব ৭১
মোবাইল গেমাদের সবারই জানা আছে মুক্তিযুদ্ধ নিয়ে এ গেম সম্পর্কে। আপনি হয়তো এরই মধ্যে নিজের স্মার্টফোনে বাংলাদেশি এই গেম খেলেছেন।
মোবাইল গেমাদের সবারই জানা আছে মুক্তিযুদ্ধ নিয়ে এ গেম সম্পর্কে। আপনি হয়তো এরই মধ্যে নিজের স্মার্টফোনে বাংলাদেশি এই গেম খেলেছেন।
১৫. গুড রিডার
ভার্চুয়াল জগতে যে কোনো ফাইল পড়ার জন্য আপনার সবচেয়ে বিশ্বাসভাজন অ্যাপ এটি।
ভার্চুয়াল জগতে যে কোনো ফাইল পড়ার জন্য আপনার সবচেয়ে বিশ্বাসভাজন অ্যাপ এটি।
১৬. গুগল কিপ
অনেকটা গুগল এভারনোটের মতো এই অ্যাপটি ব্যবহার করে আপনি কোনো বিষয়ে নোট নেওয়া, কাজের তালিকা তৈরি করা, রিমাইন্ডার সেট করা এবং অডিও রেকর্ডিংও করতে পারবেন।
অনেকটা গুগল এভারনোটের মতো এই অ্যাপটি ব্যবহার করে আপনি কোনো বিষয়ে নোট নেওয়া, কাজের তালিকা তৈরি করা, রিমাইন্ডার সেট করা এবং অডিও রেকর্ডিংও করতে পারবেন।
১৭. গুগল ড্রাইভ, ড্রপবক্স ও ওয়ান ড্রাইভ
অনলাইনে ফাইল সংরক্ষণের জন্য সেরা অ্যাপ এগুলো।
অনলাইনে ফাইল সংরক্ষণের জন্য সেরা অ্যাপ এগুলো।
১৮. বিজয় কিবোর্ড
অনলাইন ও অফলাইনে বাংলা লেখার জনপ্রিয় কিবোর্ড অ্যাপ এটি। রিদমিক কিবোর্ড দিয়েও বাংলা লেখা যায়।
অনলাইন ও অফলাইনে বাংলা লেখার জনপ্রিয় কিবোর্ড অ্যাপ এটি। রিদমিক কিবোর্ড দিয়েও বাংলা লেখা যায়।
১৯. অ্যাপ্লিকেশন ককপিট
এই টুল এসএপি, ওরাকল, মাইক্রোসফট এইচপিএসএম, ইনসাইড মাইক্রোসফট শেয়ারপয়েন্টের মতো ডেটাবেইস সফটওয়্যার থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে সরবরাহ করে, যা ব্যবসায়ের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বয়ংক্রিয়ভাবে প্রাত্যহিক, সাপ্তাহিক কিংবা মাসিক প্রতিবেদন দিতে পারে এটি।
এই টুল এসএপি, ওরাকল, মাইক্রোসফট এইচপিএসএম, ইনসাইড মাইক্রোসফট শেয়ারপয়েন্টের মতো ডেটাবেইস সফটওয়্যার থেকে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করে সরবরাহ করে, যা ব্যবসায়ের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বয়ংক্রিয়ভাবে প্রাত্যহিক, সাপ্তাহিক কিংবা মাসিক প্রতিবেদন দিতে পারে এটি।
২০. ম্যাডভাইজার
আপনার স্মার্টফোনে এই অ্যাপটি যদি নামানো থাকে তাহলে তা জানিয়ে দেবে আপনার ব্যবহৃত মুঠোফোন অপারেটরের কোন প্যাকেজ বা সুবিধাটি প্রযোজ্য। ফলে মুঠোফোনের খরচ অনেকাংশে কমে আসবে।
আপনার স্মার্টফোনে এই অ্যাপটি যদি নামানো থাকে তাহলে তা জানিয়ে দেবে আপনার ব্যবহৃত মুঠোফোন অপারেটরের কোন প্যাকেজ বা সুবিধাটি প্রযোজ্য। ফলে মুঠোফোনের খরচ অনেকাংশে কমে আসবে।
No comments:
Post a Comment