ডায়বেটিস থেকে মুক্তি পে‌তে যে চার‌টি খাবার খা‌বেন

Diabetics - ডায়বেটিস বা মধুমেহ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। ত‌বে চি‌ন্তিত হবার আর কারণ নেই। কিছু কিছু খাবার আপনাকে মুক্তি দিতে পারে এই রোগ থেকে। যে খাবারগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপনার ব্লাড-সুগারকেও।

১. শাকসবজিঃ পালং শাক, মটরশুঁটি, বাঁধাকপি, গোল মরিচ, ব্রকোলি, ফুলকপি, শশার মতো খাবারে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালশিয়াম থাকে। এগুলি স্যালাদ হিসেবে খাওয়া যেতে পারে।

২. বীজঃ  ডায়বেটিস থেকে মুক্তি পেতে শণ বীজ (ফ্লেক্স সিডস) অনেক সাহায্য করে। সকালের খাবারে দইয়ের সঙ্গে খাওয়া যেতে পারে এটি। অথবা ওটসের সঙ্গে পিষেও খেতে
পারেন বীজ।

৩. হজমশক্তি বাড়ায় এমন খাবারঃ পেঁপে (৪-৫ টুকরো), আপেল‌ (১-২ টুকরো‌), কলা (১টি), ৪-৫টি বাদাম, ওটস, বাজরা প্রভৃতি খাবার শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে এবং হজমে সাহায্য করে। এগুলি নিয়মিত খেলে ডায়বেটিস অবশ্যই কমবে।

৪. ফ্যাট জাতীয় খাবারঃ সমস্ত ফ্যাট জাতীয় খাবার বাদ দেওয়া উচিত নয়। দু’চামচ ঘি, অলিভ ওয়েল বা এক টুকরো পনির, শরীরে প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্য করবে। যা কমাতে পারে ডায়বেটিস।





^
^
@ডায়া‌বে‌টিসের চি‌কিৎসা, চার খাবার ডায়বেটিস থেকে মুক্তি দিতে পারে,  #ডায়‌বে‌টিস

No comments:

Post a Comment